SAIL IISCO Steel Plant Recruitment 2025: বার্নপুরে স্টিল প্ল্যান্টে কাজের সুযোগ, রইল অফিসিয়াল Link

IISCO Steel Plant: বার্নপুরে ইস্পাত কারখানায় কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর অধীনে ইসকো স্টিল প্লান্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক।

Advertisement
বার্নপুরে SAIL IISCO Steel Plant এ কাজের সুযোগ, রইল অফিসিয়াল LinkIISCO নিয়োগ বিজ্ঞপ্তি
হাইলাইটস
  • বার্নপুরে ইস্পাত কারখানায় কাজের সুযোগ।
  • কেন্দ্রীয় সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর অধীনে ইসকো স্টিল প্লান্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। অফলাইনে আবেদন করতে হবে।

IISCO Steel Plant: বার্নপুরে ইস্পাত কারখানায় কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর অধীনে ইসকো স্টিল প্লান্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। অফলাইনে আবেদন করতে হবে। যাঁরা আগে সেল এর বিভিন্ন বিভাগে কাজ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। ই ৭ বা তার নিচের গ্রেডে কাজ করা প্রাক্তন কর্মীরাই এই পদের জন্য যোগ্য বলে জানানো হয়েছে। আরও পড়ুন: কলকাতা সহ ৬ শহরে Walk in ইন্টারভিউ, Central Government Job এ Apply করুন

মূলত ডিপার্টমেন্ট বেসড অফিসার নিয়োগ করা হবে। সিভিল, সেফটি, ইলেকট্রিক্যাল, ফিন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন সহ একাধিক শাখায় কাজের সুযোগ থাকবে। পরামর্শদাতা বা অ্যাডভাইসর পদে মোট ১৯টি শূন্যপদে নিয়োগ হবে। সিলেকশন হলে, প্রথমে ছ’মাসের জন্য নিয়োগ করা হবে। পারফর্ম্যান্স সন্তোষজনক হলে আরও ছ’মাস বাড়ানো হবে।

Official Link: https://sailcareers.com/

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি আবশ্য়িক। অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টিল প্লান্টে প্রোজেক্টে কাজের বা সিভিল মেইনটেন্যান্স কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে মিনিমাম আট বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। 

মাইনে কত?
ই১ থেকে ই৩ গ্রেডে মাসিক বেতন ৫০,০০০ টাকা। ই৪ গ্রেডে ৬০,০০০ টাকা, ই৫ গ্রেডে ৭০,০০০ টাকা এবং ই৬ গ্রেডে ৮০,০০০ টাকা মাইনে। পদ অনুযায়ী বেতন আলাদা হবে।

সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৬৫ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে কিছুটা ছাড় থাকবে।

কীভাবে আবেদন করবেন?
নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর তা ফিলআপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ সংস্থার ঠিকানায় পাঠাতে হবে।  

আবেদনের শেষ দিন
আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর। এর পর প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। ইন্টারভিউয়ের তারিখ পরে জানানো হবে।

SAIL এর সঙ্গে একসময় যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের জন্য এটি সত্য়িই একটি ভাল খবর। অভিজ্ঞ প্রাক্তন কর্মীরা ফের তাঁদের পুরনো কর্মস্থলে ফিরে কাজের সুযোগ পাবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement