scorecardresearch
 

School college Scholarship: পড়ুয়াদের ৫০ হাজার টাকা দেবে মোদী সরকার, কারা-কীভাবে পাবেন ?

Students Scholarship : কেন্দ্রীয় সরকারের একাধিক স্কলারশিপের স্কিম রয়েছে। এমনই একটি স্কিমে পড়ুয়াদের ৫০ হাজার টাকা পর্যন্ত স্করলারশিপ দেওয়া হয়। হাজার হাজার জনকে এই স্কলারশিপ দেওয়া হবে। কারা পাবে স্কলারশিপ? যোগ্যতা কী? রইল বিস্তারিত

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকারের একাধিক স্কলারশিপের স্কিম রয়েছে
  • এমনই একটি স্কিমে পড়ুয়াদের ৫০ হাজার টাকা পর্যন্ত স্করলারশিপ দেওয়া হয়
  • রইল বিস্তারিত

School college Scholarship : কেন্দ্রীয় সরকারের একাধিক স্কলারশিপের স্কিম রয়েছে। এমনই একটি স্কিমে পড়ুয়াদের  (Students Scholarship) ৫০ হাজার টাকা পর্যন্ত স্করলারশিপ দেওয়া হয়। হাজার হাজার জনকে এই স্কলারশিপ দেওয়া হবে। কারা পাবে স্কলারশিপ? যোগ্যতা কী? রইল বিস্তারিত। 

কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষভাবে অক্ষম প্রার্থীদের মধ্যে যারা কারিগরি শিক্ষা নিতে চায় তাদের জন্য এই স্কলারশিপ। কেন্দ্রীয় সরকার মনে করে, যারা বিশেষভাবে সক্ষম তাদেরও সমান সুযোগ পাওয়া দরকার। সেই কারণেই এই স্কলারশিপ। 

All India Council for Technical Education-এর স্কলারশিপ দিয়ে থাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই স্কলারশিপ তারাই পাবেন, যারা ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে পড়ছেন। তাদের উচ্চ-স্তরের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।  

আরও পড়ুন : 'আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে থাকত', কার কথা বললেন মমতা ?

আবেদনের শেষ তারিখ অক্টোবরের ৩১ তারিখ। যারা স্কলারশিপ পেতে চান তাদের অনলাইনে আবেদন করতে হবে। 

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিবছর পড়ুয়াদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে ৩০ হাজার টাকা দেওয়া হবে টিউশন ফি। অথবা শিক্ষাগত খরচ যেমন বই বা ইলেকট্রনিক্ জিনিস কিনতে পারবে পড়ুয়ারা।  এছাড়াও, দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ২০ হাজার অতিরিক্ত টাকা দেওয়া হবে। যাতে তারা প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারে। 

এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা 

  • ১. আবেদনকারীকে ভারতের নাগরিক হতেই হবে। 
  • ২. AICTE দ্বারা ইনস্টিটিউটে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র হতে হবে।
  • ৩.প্রার্থীর ন্যূনতম ৪০ শতাংশ অক্ষমতার সার্টিফিকেট থাকতে হবে। 
  • ৪.শিক্ষার্থীর মোট পারিবারিক আয় বার্ষিক ৪ লাখ টাকার বেশি হওয়া উচিত নয়।
  • ৫. কোর্স চলাকালীন অন্যান্য সরকারী প্রোগ্রামের অধীনে বৃত্তির আকারে শিক্ষার্থীর কোনও আর্থিক পুরস্কারের প্রাপক হওয়া উচিত নয়।
  •  
  • কীভাবে আবেদন ? 
  • ১) অফিসিয়াল ওয়েবসাইট scholarship.gov.in-এ যেতে হবে।
  • ২. এরপর New Registration এ ক্লিক করুন।
  • সেখানে নতুন পেজ খুলবে।
  • ৩. সমস্ত নির্দেশিকাগুলি সাবধানে দেখুন এবং শর্তাবলীতে সম্মত হওয়া বক্সটি নির্বাচন করার পর অপশনে যান ও ক্লিক করুন৷
  • ৪.এর পরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP পেতে মোবাইল নম্বর লিখুন।
  • ৫. এরপর "আবেদন করতে লগইন করুন"-এ পোর্টালে লগ ইন করুন।
  • ৬.এরপর স্কলারশিপটিকে "সক্ষম স্কলারশিপ ২০২২" হিসাবে নির্বাচন করুন।

 

Advertisement

Advertisement