scorecardresearch
 

SSC Exam Calendar 2021-22 : এসএসসি এক্জাম ক্য়ালেন্ডার প্রকাশিত, CGL, CHSL, MTS পরীক্ষার দিনক্ষণ

SSC Exam Calendar 2021-22: এই ক্য়ালেন্ডার (SSC Exam Calendar 2021-22) ১৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। প্রার্থীরা সরকারি ওয়েবসাইট ssc.nic.in- এ গিয়ে সে ব্যাপারে আরও তথ্য পেতে পারেন।

Advertisement
এসএসসি-র এক্জাম ক্যালেন্ডার প্রকাশিত এসএসসি-র এক্জাম ক্যালেন্ডার প্রকাশিত
হাইলাইটস
  • সরকার চাকরি প্রার্থীদের জন্য বড় খবর
  • স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) প্রকাশ করেছে চাকরি পরীক্ষার দিনক্ষণের ক্যালেন্ডার
  • মানে এসএসসি এক্জাম ক্যালেন্ডার ২০২১-২২

SSC Exam Calendar 2021-22: সরকার চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) প্রকাশ করেছে চাকরি পরীক্ষার দিনক্ষণের ক্যালেন্ডার (SSC Exam Calendar 2021-22)। মানে এসএসসি এক্জাম ক্যালেন্ডার ২০২১-২২ (SSC Exam Calendar 2021-22)। এই ক্যালেন্ডারে এসএসসি সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল-সহ আরও অনেক পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে।

শুক্রবার প্রকাশিত হয়েছে
এই ক্য়ালেন্ডার (SSC Exam Calendar 2021-22) ১৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। প্রার্থীরা সরকারি ওয়েবসাইট ssc.nic.in- এ গিয়ে সে ব্যাপারে আরও তথ্য পেতে পারেন। সেখানে পুরো সিডিউল রয়েছে। কবে কোন পরীক্ষা হতে পারে, তার একটা আঁচ তারা করতে পারবেন। 

আরও পড়ুন: Urfi থেকে Sanjida পোশাকের জন্য ট্রোলড হয়েছেন এই টেলিসুন্দরীরা

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হানা, নৌকা থেকে ঠেলে ফেলে বাঁচলেন মৎস্যজীবী

পরীক্ষা নোটিফিকেশনের তারিখ আবেদনের শেষ দিন পরীক্ষার দিন
CGL2021 (Tier 1 CBE) ২৩ ডিসেম্বর, ২০২১ ২৩ জানুয়ারি, ২০২২ এপ্রিল ২০২২
CHSL (10+2) 2021 (Tier 1 CBE) ০১ ফেব্রুয়ারি, ২০২২ ৩ মার্চ, ২০২২ মে ২০২২
MTS নন টেকনিক্যাল (Tier 1 CBE) ২২ মার্চ, ২০২২ ৩০ এপ্রিল, ২০২২ জুন ২০২২
সিলেকশন পোস্ট ফেজ X, ২০২২ (CBE) ১০ মে, ২০২২ ০৯ জুন, ২০২২ জুলাই ২০২২
সাব-ইন্সপেক্টর, দিল্লি পুলিশ, CISF (CBE) ১৪ আগস্ট, ২০২২ ১৩ সেপ্টম্বর, ২০২২ ডিসেম্বর ২০২২
জুনিয়র ইঞ্জিনিয়ার ২০২১ (CBE) ২৮ নভেম্বর, ২০২২ ২৭ ডিসেম্বর, ২০২২ মার্চ ২০২৩
স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি ০৫ ডিসেম্বর, ২০২২ ৩১ ডিসেম্বর, ২০২২ এপ্রিল ২০২৩
কনস্টেবল (জিডি) ২০২২ ০২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩১ মার্চ, ২০২৩ জুন ২০২৩

বদল হতে পারেকবে কোন পরীক্ষা
ওই ক্যালেন্ডার (SSC Exam Calendar 2021-22) থেকে জানা যাচ্ছে, এসএসসি সিজিএল টিয়ার ১-এর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হবে ২৩ ডিসেম্বর থেকে। অন্যদিকে, এসএসসি সিএইচএসএল টিয়ার ১-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হবে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে। সব পরীক্ষার দিনক্ষণ ২০২২-২৩ সালের জন্য। ডিসেম্বরে কোনও পরীক্ষা নেওয়া হবে না। 

Advertisement

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ হচ্ছে? আশঙ্কায় দর পড়ছে, শুরু নগদে ভাঙানোর হিড়িক

আরও পড়ুন: বালাকোট এয়ারস্ট্রাইকের সেই 'হিরো' অভিনন্দনকে বীরচক্র

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই দিনক্ষণ চূড়ান্ত নয়। যে কোনও সময় তার বদল হতে পারে। বদল হলে পরীক্ষার্থীর চিন্তার কিছু নেই। কারণ সরকারি ওয়েবসাইটে সে ব্য়াপারে জানিয়ে দেওয়া হবে। সরকারি ওয়েবসাইট হল ssc.gov.in। সেখান থেকে সব তথ্য মিলবে।

আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে

সরকারি ক্যালেন্ডার (SSC Exam Calendar 2021-22) ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

 

Advertisement