স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডিএ নিয়ে বড় খবর। গ্রুপ ডি-র ১,৯১১ শূন্যপদে কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই রায় দেন ঋষিকেশ রায় ও সঞ্জয় করলের বেঞ্চ। একই সঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই রায়ে কোনও স্থগিতাদেশ দেননি মাননীয় বিচারপতিরা।
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মহামান্য় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চাকরি প্রাপকদের একাংশ। তারই শুনানি ছিল এদিন। সেই শুনানিতেই এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দ্বয়। আদালত মনে করছে, এখন কাউন্সেলিংয়ের প্রক্রিয়া চালু থাকলে আইনি জটিলতা বাড়বে।
আরও পড়ুন : FD-তে ৯.৫০% সুদ এই ব্যাঙ্কে, SBI-এর থেকেও বেশি ইন্টারেস্ট দিচ্ছে আরও কারা?
২০১৬'র OMR শিট বা উত্তরপত্র দুর্নীতির মামলায়, গত ১০ ফেব্রুয়ারি, SSC-র ১ , ৯১১ জনে চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ ছিল, অযোগ্য় প্রার্থীদের বেতন বন্ধ কচরতে হবে। তাঁদের বেতনও ফেরত দিতে হবে। বিচারপতি আরও নির্দেশ দেন, চাকরি খোয়ানো গ্রুপ ডি কর্মীদের জায়গায় ওয়েটিং লিস্টে থাকা যোগ্য় প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
যদিও পরে চাকরি প্রার্থীরা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যান। সেখানে সিঙ্গল বেঞ্চের বেতন ফেরানোর নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় SSC'র বরখাস্ত হওয়া ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মী।