শুরু হয়ে গিয়েছে প্রাইমারি টেট (West Bengal Primary Tet)-এর আবেদন প্রক্রিয়া। পূর্ব ঘোষণা মতো ১৪ তারিখ অর্থাৎ শুক্রবার বিকেল ৪ টে থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের (West Bengal Primary School Recruitment) টেট (TET)-এ বসার আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার মোট ১১ হাজার জনকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য নিয়োগ করা হবে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, এবছর কয়েক লাখ পরীক্ষার্থী আবেদন করবেন।
কতদিন আবেদন করা যাবে ও দিনের কখন কখন
পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে Tet-এর আবেদন নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। সেখানে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল ৪টে থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফর্ম বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখানেই আবেদন করা যাবে। অর্থাৎ আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে পর্ষদ আরও জানিয়েছে ৩ নভেম্বর আবেদনের শেষ তারিখ। আর আবেদন করা যাবে সারাদিন অর্থাৎ ২৪ ঘণ্টা।
আরও পড়ুন : DA-র পর এবার বোনাস ঘোষণা কেন্দ্রের, সরকারি কর্মীরা মালামাল
কোথায় আবেদন ?
প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, www.wbbpe.org-এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেখানে 'online Application for teacher Eligibility Test 2022(TET-2022) for classes I-V'এই লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলেই আবেদনের পেজ খোলা যাবে।
প্রসঙ্গত, Tet নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কারণ, দুই সংশোধিত বিজ্ঞপ্তি। গত বুধবার নয়া নির্দেশিকা জারি করা হয়। সেখানে জানানো হয়, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
আরও পড়ুন : টেট নিয়ে বড় খবর, পরীক্ষায় বসার ক্ষেত্রে আরও ৫ শতাংশ নম্বর কমাল পর্ষদ
আবার পরে আর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেট (Tet Exam west Bengal 2022) পরীক্ষায় বসার যোগ্যতা আরও শিথিল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশিকায় নম্বরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষায় (Tet Exam) বসার জন্য ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় পাবেন তাঁরা, যাঁরা সিনিয়ার সেকেন্ডারি ও সমতুল পরীক্ষায় পাশ করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন তাঁরা।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযেোগ সামনে আসার পর রাজ্যজুড়ে সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। এদিকে টেট পরীক্ষাও রাজ্যে বেশ কয়েক বছর পরে পচ্ছে । ফলে এবার টেট-এ অনেকেই বসবেন বলে অনুমান পর্ষদের।