scorecardresearch
 

Tet Exam Question : টেট ২০১৩-তে বাংলার এই প্রশ্নগুলো এসেছিল, উত্তর দিতে পারবেন?

২০২২ সালের টেট (West Bengali tet 2022) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুরু হয়ে গিয়েছে ফর্ম ফিলাপও। আগামী ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে প্রাথমিকের টেট দেওয়ার জন্য। ১১ ডিসেম্বর হবে পরীক্ষা। ইতিমধ্যেই টেট-এর আবেদন পত্র কয়েক লাখ জমা পড়েছে বলে খবর। ফলে স্বাভাবিকভাবেই টেট-এর কম্পিটিশন বাড়ছে।

Advertisement
টেট টেট
হাইলাইটস
  • ২০২২ সালের টেট (West Bengali tet 2022) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ
  • কেমন আসবে প্রশ্নপত্র? দেখে নিন

২০২২ সালের টেট (West Bengali tet 2022) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুরু হয়ে গিয়েছে ফর্ম ফিলাপও। আগামী ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে প্রাথমিকের টেট দেওয়ার জন্য। ১১ ডিসেম্বর হবে পরীক্ষা। ইতিমধ্যেই টেট-এর আবেদন পত্র কয়েক লাখ জমা পড়েছে বলে খবর। ফলে স্বাভাবিকভাবেই টেট-এর কম্পিটিশন বাড়ছে।

ইতিমধ্যেই পর্ষদের তরফে প্রশ্নপত্রের নমুনা প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। মোট ৫ টি বিষয় থাকবে। ১৫০ টি প্রশ্নের উত্তর ১৫০ মিনিটেই করতে হবে। থাকবে না কোনো নেগেটিভ মার্কিং। ৫ বিষয়ের মধ্যে রয়েছে, শিশু বিকাশ ও মনস্তস্ত্ব, বাংলা, ইংরেজি, অঙ্ক ও পরিবেশবিদ্যা।   

এই ৫ বিষয়ের মধ্যে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় কী ধরনের প্রশ্ন আসবে তা নিয়ে গাইডলাইন জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্রশ্ন থেকেই আন্দাজ করা যেতে পারে Tet-এ কেমন প্রশ্ন আসতে পারে। 

আরও পড়ুন : সরকারি কর্মীদের জন্য বড় খবর, ডিআর নিয়ে বিজ্ঞপ্তি সরকারের

অনেক শিক্ষকের মতে, পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে সেই সম্পর্কে সম্যক ধারনা পেতে গেলে আগেরবারের যে টেট-এর প্রশ্ন এসেছে সেগুলো ফলো করা দরকার। আজকের এই প্রতিবেদনে ২০১৩ সালের Tet পরীক্ষায় আসা বাংলা বিষয়ে আসা  ১০টি প্রশ্নদেওয়া হল। দেখুন তো উত্তর দিতে পারেন কি না। 

১) রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের ছবি এঁকেছিলেন 

1) অবনীন্দ্রনাথ ঠাকুর 
২) রামকিঙ্কর বেইজ
3) নন্দলাল বসু 
4) গগনেন্দ্রনাথ ঠাকুর 

২) 'পাখি সব করে রব রাতি পোহাইল...', পঙক্তিটি কে লিখেছিলেন? 
1) মধুসূদন দত্ত 
২) ঈশ্বরচন্দ্র গুপ্ত 
3) মদনমোহন তর্কালৎঙ্কার 
4) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

Advertisement

৩) নীচের কোন চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় 
1) ফেলুদা 
২) ঘনাদা
3) পিন্ডিদা 
4) টেনিদা 

4) আক্কেল সেলামি- এই বাগধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয়

1) মনে আঘাত দেওয়া বোঝাতে 
২) গণ্যমান্য লোক বোঝাতে 
3) বোকামির শাস্তি বোঝাতে 
4) সহজসাধ্য কাজ বোঝাতে 

আরও পড়ুন : এভাবে স্নান করলেই হু হু করে কমবে পেটের চর্বি-ওজন, জানুন

৫) নীচের কোন বানানটি ভুল 

1) নৃশংস 
২) কটূক্তি 
3) করনীয় 
4) উচিত 

৬) সত্য়জিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন সিনেমার মূল কাহিনীকার- 
1) লীলা মজুমদার 
2) সত্যজিৎ রায় 
3) সুকুমার রায় 
4) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

৭) অক্ষর পরিচয়ের বইতে গোপাল রাখালের গল্প লেখেন 

1) রথীন্দ্রনাথ ঠাকুর 
২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
3) রবীন্দ্রনাথ ঠাকুর 
4) ঈশ্বরচন্দ্র গুপ্ত 

৮) নীচের কোনটি শিশুদের পত্রিকা? 

1) প্রবাসী 
২) সন্ধি
3) সমাস 
4) শুকতারা 

৯) নীচের কোনটি তৎসম শব্দের উদাহরণ ? 

1) ডাক্তার 
২) প্রভাত 
৩) বায়না
৪) লুচি 

১০) কোনটি দেশি শব্দের উদাহরণ? 

1) গেলাস 
2) মুড়ি
3) কেওন 
4) কানু 

Advertisement