scorecardresearch
 

Interview Questions And Answers : সহবাস ছাড়াই ডিম দেয় কোন প্রাণী? জানুন সরকারি চাকরির ইন্টারভিউয়ের কিছু কঠিন প্রশ্ন

Interview Questions : প্রাণীজগৎ সংক্রান্ত বিচিত্র প্রশ্ন মাঝেমধ্যেই ধরা হয় চাকরির ইন্টারভিউতে। তাই সেই ধরনের প্রস্তুতিও রাখা উচিত চাকরি প্রার্থীদের। অনেক সময় ইন্টারভিউতে এমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যার উত্তর সাধারণ বইতে থাকে না। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রাণীজগৎ বড়ই বিচিত্র
  • সেখান থেকে প্রশ্ন ধরা হয় ইন্টারভিউতে
  • জেনে নিন কিছু কঠিন প্রশ্ন ও তার উত্তর

প্রাণীজগৎ মানব সমাজের থেকে অনেকটাই আলাদা। যে যে বৈচিত্র দেখা যায় তা অনেক সময়ই আমাদের অবাক করে। আর প্রাণীজগৎ সংক্রান্ত বিচিত্র প্রশ্ন মাঝেমধ্যেই ধরা হয় চাকরির ইন্টারভিউতে। তাই সেই ধরনের প্রস্তুতিও রাখা উচিত চাকরি প্রার্থীদের। অনেক সময় ইন্টারভিউতে এমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যার উত্তর সাধারণ বইতে থাকে না। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

প্রশ্ন - কোন প্রাণী সবসময় চোখ বন্ধ করে জলে সাঁতার কাটে? 
উত্তর - প্ল্যাটিপাস সবসময় চোখ বন্ধ করে জলে সাঁতার কাটে। প্ল্যাটিপাস একটি স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এটি ডিম পাড়ে।

প্রশ্ন - কোন প্রাণী, যার নর-নারী উভয়েই বাচ্চাদের দুধ খাওয়ায়?
উত্তর - যদিও পায়রা পক্ষী শ্রেণীর একটি প্রাণী, তবে এটি তার বাচ্চাদের জন্য খুবই কম পরিমাণে দুধের উৎপাদন করে। পুরুষ ও স্ত্রী পায়রা তাদের গলার নিচের অংশে দুধ উৎপাদন করে এবং উভয়েই তাদের বাচ্চাদের জন্মের পর খাওয়ায়।

প্রশ্ন- কোন প্রাণী সহবাস ছাড়াই ডিম দিতে পারে?
উত্তর - টার্কি সহবাস ছাড়াই ডিম পাড়তে পারে, যেখান থেকে স্বাভাবিক বাচ্চার জন্ম হয়।

প্রশ্ন - কোন প্রাণীর শরীরে ৩টি হৃদপিণ্ড আছে?
উত্তর - ৮ পা বিশিষ্ট জলজ প্রাণী অক্টোপাসের শরীরে ৩টি হৃদপিণ্ড রয়েছে।

প্রশ্ন - মাকড়সার জাল কতটা শক্তিশালী?
উত্তর - একটি মাকড়সা তার জাল বুনতে যে উপাদান তৈরি করে তা মানুষের চুলের চেয়েও পাতলা। সেটি একই পুরুত্বের একটি স্টিলের তারের চেয়ে ৫ গুণ বেশি শক্তিশালী। মনে করা হয় যে মাত্র ২ ইঞ্চি পুরু কাবওয়েব ফাইবার একটি বোয়িং ৭৪৭ জাহাজ টানতে পারে।

আরও পড়ুন২৫ বছরের যুবতীর ১৪ বছরের ছেলে! নেটিজেনদের দাবি 'অঙ্কটা বোঝান'

Advertisement


 

Advertisement