রবিবার ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা (WB Primary TET 2022) নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পরীক্ষায় বসেছিল প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলেছে। গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল (Goutam Pal) জানিয়েছেন, পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে। মডেল অ্যান্সার কি (WB Primary TET Answer Key 2022)-ও তাড়াতাড়ি প্রকাশ করা হবে। অ্যান্সার কি (TET Answer Key) প্রকাশের জন্য বোর্ড এখনও কোনও তারিখ ঘোষণা করেনি। তবে এটি শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। প্রার্থীরা আরও তথ্য এবং আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
বোর্ড WB TET 2022 অ্যান্সার কি দ্রুতই প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। যে প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট wbbprimaryeducation.org-এ গিয়ে এটি দেখতে পাবেন। প্রাথমিকের টেট পরীক্ষার জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়েছিল ১৪ অক্টোবর থেকে। আবেদন জমা নেওয়া শেষ হয়েছে ৩ নভেম্বর।
কীভাবে WB TET 2022 Answer Key ডাউনলোড করবেন?
এটি উল্লেখ্য যে প্রকাশিত অ্যান্সার কি নিয়ে চাকরি প্রার্থীরা আপত্তি জানানোর সময় পাবেন। আপত্তি জানানোর জন্য সময় দেওয়া হবে। প্রার্থীদের জমা দেওয়া চ্যালেঞ্জের ভিত্তিতে বোর্ড চূড়ান্ত অ্যান্সার কি প্রস্তুত করবে এবং তার ভিত্তিতে সমস্ত প্রার্থীদের জন্য WB TET 2022-র ফলাফল প্রকাশ করা হবে।