WB Primary TET Result: TET-এর রেজাল্ট কবে? পর্ষদ সূত্রে যা জানা যাচ্ছে

জানুয়ারি শেষেই বা ফেব্রুয়ারি প্রথমেই ফল প্রকাশ করে দিতে পারে পর্ষদ। টেট পরীক্ষার ফল প্রকাশের পর আরও কোনও অভিযোগ শোনা হবে না বলে জানিয়ে দিয়েছে প্রাইমারি বোর্ড।

Advertisement
TET-এর রেজাল্ট কবে? পর্ষদ সূত্রে যা জানা যাচ্ছেটেট পরীক্ষার ফল প্রকাশ
হাইলাইটস
  • ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ
  • পরীক্ষায় বসেছিলেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী

দীর্ঘ কয়েক বছর পর রাজ্যে প্রাথমিকের টেট (WB Primary TET 2022) পরীক্ষা নেওয়া হয়েছে গত ডিসেম্বরে। ইতিমধ্যেই টেট-র উত্তরপত্র বা অ্যান্সার কি (WB Primary TET Answer Key 2022) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। এবার টেট-র ফলপ্রকাশ (WB Primary TET Result 2023) জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হতে পারে জল্পনা শুরু হয়েছে। পর্ষদ সূত্রেও এমনই খবর পাওয়া গিয়েছে।

১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পরীক্ষায় বসেছিলেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী। ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে টেট-র উত্তরপত্র বা অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত উত্তরপত্র বা অ্যান্সার কি নিয়ে চাকরিপ্রার্থীদের আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছিল ১৩-১৭ জানুয়ারি। প্রশ্ন পিছু ৫০০ টাকা ফি দিতে হবে তার জন্য। অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে। পরীক্ষার্থীর দাবি সঠিক প্রমাণিত হলে, অবশ্য টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

আরও পডুন: WB Madhyamik Routine 2023: ইতিহাস পরীক্ষা তো পিছিয়ে গেল, মাধ্যমিকের নয়া রুটিনে কবে কী পরীক্ষা? দেখুন

POST A COMMENT
Advertisement