কীভাবে সংস্কৃতে সহজেই ৭৫-৮০ বা তারও বেশি নম্বর তোলা যায়, তার কৌশল বাতলে দিলেন সরশুনা হাই স্কুলের শিক্ষিকা দেবস্মিতা পাল।HS Exam 2023 Sanskrit Last Minute Suggestion: আগামী ২৫ মার্চে উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) সংস্কৃত পরীক্ষা। সংস্কৃততে প্রচুর নম্বর তোলার সুযোগ রয়েছে পরীক্ষার্থীদের সামনে! সংস্কৃততে অনেকেরই একটু ভয়-ভীতি কাজ করে। তবে কীভাবে সংস্কৃততে সহজেই ৭৫-৮০ বা তারও বেশি নম্বর তোলা যায়, তার কৌশল বাতলে দিলেন সরশুনা হাই স্কুলের শিক্ষিকা দেবস্মিতা পাল। পরীক্ষার আগের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সংস্কৃতর কোন কোন অধ্যায়গুলি বিশেষ জোর দেওয়া প্রয়োজন, কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে, পরীক্ষার্থীদের জানালেন তিনি।
সম্ভাব্য প্রশ্নাবলী
গদ্য অংশ:
১. মহীরূহ শব্দের অর্থ কি? কে কেন মহীরুহে আরোহন করলো? মহীরুহে আরোহন করে সে কি দেখলো?
২. আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো?
৩. বনগতা গুহা গদ্যের নামকরণের সার্থকতা বিচার করো।
৪. কশ্যপ ও অলিপর্ব র আর্থিক অবস্থা পর্যালোচনা করো।
৫. দ্বারং চ সপদিঙ সংবৃত - কোন দ্বার? ঘটনাটি বিশদে বর্ণনা করো।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে অ্যাকাউন্টেন্সিতে লেটার পেতে কী করতে হবে? টিপস শিক্ষিকার
পদ্য:
১. ভাগীরথী, ভীষম জননী, মুনিবরকন্যা - গঙ্গার তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো।
২. কর্মযোগ অংশের সারমর্ম লেখো।
৩. য যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ - তাৎপর্য লেখো।
নাট্য:
১. ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপকথন আলোচনা করো।
২. ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন আলোচনা করো।
৩. বাসন্তিকস্বপ্নম নাট্যর চরিত্রগুলির পরিচয় দাও।
৪. বাসন্তিকস্বপ্নম নাটকের বিষয়বস্তু আলোচনা করো।
সাহিত্যের ইতিহাস:
১. প্রাচীন ভারতে গণিতচর্চা ও জ্যোতির্বিদ্যার চর্চা আলোচনা করো।
২. শুদ্রক সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
৩. জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে টীকা লেখো।
৪. সুশ্রুতসংহিতার বিষয়বস্তু আলোচনা করো।
৫. আর্যভট্ট সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
ভাষাতত্ত্ব:
১. ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান পর্যালোচনা করো।
৩. ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো।
৪. কেতুম ও সতম সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
উক্ত প্রশ্নগুলির যথাযথ অনুশীলনে সংস্কৃততে সহজেই ভাল নম্বর তোলা সম্বব। সংস্কৃতর অনুশীলনের সময় ব্যাকরণটা ঠিকঠাক লিখলেই প্রচুর নম্বর ওঠে। পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।