West Bengal Board Higher Secondary Class 12 Exam Result 2022: প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ৪৪ দিনের মাথায় আজ ফল প্রকাশ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার। এদিন সাংবাদিক বৈঠক করে প্রথম ১০ মেধা তালিকার নাম ঘোষণা করা হয়। প্রথম ১০ মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ২৭২ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে কলকাতার রয়েছেন ১৩ জন পড়ুয়া। বাংলা আজ তকেও আপনি রেজাল্ট দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার।
তালিকায় সবার প্রথমে জায়গা করে নিয়েছেন পাঠভবনের ছাত্র রোহিন সেন। পাঠভবন স্কুল থেকে এবার বেশি সাফল্য পেয়েছে কলকাতায়। মেধাতালিকায় তৃতীয়, ষষ্ঠ এবং দশম স্থানাধিকারী রয়েছেন পাঠভবনের। বরানগরের নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরেরও ২পড়ুয়াও জায়গা করে নিয়েছেন প্রথম ১০-এ। এক নজরে দেখে নিন কলকাতা শহর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে কারা স্থান পেলেন।
সংখ্যা | নাম | স্কুল | স্থান | প্রাপ্ত নম্বর |
১ | রোহিন সেন | পাঠভবন | তৃতীয় | ৪৯৬ |
২ | রণদ্বীপ ঠাকুর | পাঠভবন | ষষ্ঠ | ৪৯৩ |
৩ | মৈণাক প্রসাদ | বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির | ষষ্ঠ | ৪৯৩ |
৪ | মৌমিতা বিশ্বাস | আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ | সপ্তম | ৪৯২ |
৫ | কাজি শামিম আসহান | বালিগঞ্জ গভঃ হাই স্কুল | সপ্তম | ৪৯২ |
৬ | সৌভিক দাস | চেতলা বয়েস হাই স্কুল | অষ্টম | ৪৯১ |
৭ | স্বাগতা গোস্বামী | নব নালন্দা হাই স্কুল | অষ্টম | ৪৯১ |
৮ | অয়ন বিশ্বাস | নর্মদা হাই স্কুল | অষ্টম | ৪৯১ |
৯ | স্বাতী শুক্লা | খালসা হাই স্কুল | নবম | ৪৯০ |
১০ | অভিনন্দন মুখার্জী | স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ | নবম | ৪৯০ |
১১ | ত্রিণয় দাস | বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির | দশম | ৪৮৯ |
১২ | সঞ্জনা পাণ্ডে | ন্যাশনাল হাই স্কুল | দশম | ৪৮৯ |
১৩ | অদিত্য সাহা | পাঠভবন | দশম | ৪৮৯ |
এই প্রথম হোম ভেনুতে পরীক্ষা হয়েছে। বোর্ড জানিয়েছে, কোথা থেকেও কোনও অভিযোগ আসেনি। কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করেনি। ২রা এপ্রিল পরীক্ষা শুরু হয়েছিল। ২৭ এপ্রিল পরীক্ষা শেষ হয়েছে। ৫৬টি বিষয়ে মোট পরীক্ষা হয়েছে। ২০ জুন পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। তারপরেই অনলাইনে রিভিউয়ের আবেদন করা যাবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭,৪৪,৬৫৫। পাশ করা পরীক্ষার্থী ৬,৩৬, ৬৭৫। পাশের ৮৮.৪৪ শতাংশ। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার বেশি। মেধাতালিকার প্রথম ১০এ রয়েছেন ২৭২ জন।
দেখুন প্রথম ৩ মেধাতালিকা-