West Bengal HS 12th Result 2022: উচ্চ মাধ্যমিকে প্রথম ৩-এ কারা ও কোন স্কুলের ছাত্র-ছাত্রী?

West Bengal Board Higher Secondary Class 12 Exam Result 2022: ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার। বেলা ১২ টা থেকে ফল দেখা যাবে বিভিন্ন ওয়েবসাইটে। । এই প্রথম হোম ভেনুতে পরীক্ষা হয়েছে। কোথা থেকেও কোনও অভিযোগ আসেনি। কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করেনি।

Advertisement
উচ্চ মাধ্যমিকে প্রথম ৩-এ কারা ও কোন স্কুলের ছাত্র-ছাত্রী?উচ্চ মাধ্যমিক রেজাল্ট।
হাইলাইটস
  • প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
  • প্রথমে ৩-এ কারা?
  • জানুন বিস্তারিত তথ্য

West Bengal Board Higher Secondary Class 12 Exam Result 2022: ৪৪ দিনের মাথায় আজ ফল প্রকাশ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার। এদিন সাংবাদিক বৈঠক করে প্রথম ১০ মেধা তালিকার নাম ঘোষণা করা হয়। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহার থেকে এক ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮।

প্রথম ১০-এ ২৭২ জন

বেলা ১২ টা থেকে ফল দেখা যাবে বিভিন্ন ওয়েবসাইটে। এই প্রথম হোম ভেনুতে পরীক্ষা হয়েছে। বোর্ড জানিয়েছে, কোথা থেকেও কোনও অভিযোগ আসেনি। কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করেনি। ২রা এপ্রিল পরীক্ষা শুরু হয়েছিল। ২৭ এপ্রিল পরীক্ষা শেষ হয়েছে। ৫৬টি বিষয়ে মোট পরীক্ষা হয়েছে। ২০ জুন পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। তারপরেই অনলাইনে রিভিউয়ের আবেদন করা যাবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭,৪৪,৬৫৫। পাশ করা পরীক্ষার্থী ৬,৩৬, ৬৭৫। পাশের ৮৮.৪৪ শতাংশ। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার বেশি। মেধাতালিকার প্রথম ১০এ রয়েছেন ২৭২ জন।

দেখুন প্রথম ৩ মেধাতালিকা-

  • প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা। দিনহাটা সনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮।
  • দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে সায়নদ্বীপ সামন্ত। জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭
  • তৃতীয় হয়েছেন ৪ জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৬।

বিভিন্ন ওয়েবসাইটের পাশাপাশি পড়ুয়ারা আজ তক বাংলাতেও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ফলাফল দেখতে পারবেন। এই জন্য একদম সহজ কিছু ধাপ রয়েছে। 

কীভাবে রেজাল্ট দেখতে পারবেন

  • প্রথমে bangla.aajtak.in -এই ওয়েবসাইটে যেতে হবে 
  • সেখান থেকে WB Class 12 board result 2022 লিঙ্কে ক্লিক করতে হবে
  • তারপরে নতুন একটি পেজ খুলবে
  • সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে
  • তারপরেই সংশ্লিষ্ট পড়ুয়ার রেজাল্টের নম্বর ওয়েবসাইটে দেখানো হবে
  • কোনও পড়ুয়া চাইলে সেটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন 
  • ভবিষ্যতের জন্য কেউ চাইলে সেটার printout -ও বার করে নিতে পারেন।

 আগামী বছর ১৪ মার্চ তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৭শে মার্চ। তবে হোম ভেনুতে আগামী বছর পরীক্ষা হবে না।

POST A COMMENT
Advertisement