Uccha Madhyamik Result Date 2023: আগামী ১৯ মে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (West Bengal Higher Secondary Result) কবে ঘোষণা হবে সে সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে এখনও কোনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, সংসদ শীঘ্রই উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে। সূত্র অনুসারে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ১০ জুনের মধ্যে বের হবে বলে আশা করা হচ্ছে। তবে সংসদের আরেকটি সূত্রে জানা গিয়েছে, রেজাল্ট ১০ জুনের আগেই বের করে দেওয়া হতে পারে। মে মাসের শেষ সপ্তাহ বা জুনের একেবারে প্রথমেই রেজাল্ট ঘোষণা করে দেওয়া হতে পারে।
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছিল ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন, তাঁরা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। ওয়েবসাইটটি হল-wbchse.wb.gov.in । এছাড়াও পরীক্ষার্থীরা অফিসিয়াল রেজাল্ট পোর্টাল - wbresults.nic.in ও ও www.indiaresults.com এর মাধ্যমেও রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া, এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানতে পারবেন।
আরও পড়ুন: Madhyamik Result 2023 Date: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় খবর, ফলপ্রকাশের তারিখ ঘোষণা শিক্ষামন্ত্রীর