West Bengal HS Result 2023: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট ডাউনলোড করতে পারেন bangla.aajtak.in-এ

ছাত্র-ছাত্রীরা bangla.aajtak.in -এ গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। মার্কশিটও ডাউনলোড করে নিতে পারবেন।  এছাড়াও রেজাল্ট দেখা যাবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে।

Advertisement
উচ্চ মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড bangla.aajtak.in-এ, কীভাবে?উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৩
হাইলাইটস
  • আজ প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
  • কোথায় কীভাবে রেজাল্ট দেখা যাবে?
  • মার্কশিট ডাউনলোডের পদ্ধতি

আজ অর্থাত্‍ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ (WB HS result 2023) রেজাল্ট। দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করে রেজাল্ট ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরপরেই ছাত্র-ছাত্রীরা bangla.aajtak.in -এ গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। মার্কশিটও ডাউনলোড করে নিতে পারবেন।  এছাড়াও রেজাল্ট দেখা যাবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে।

কোথায় কীভাবে রেজাল্ট দেখা যাবে? (How to check West Bengal HS Result 2023)

-- bangla.aajtak.in -এ গিয়ে একটি বক্স পাবেন। 

-- সেখানে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখটি লিখুন।

--  স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট। 

-- ভবিষ্যতের জন্য ডাউনলোড করে প্রিন্টআউট করে নিতে পারেন।

-- এছাড়া  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in ও wbchse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে ও ডাউনলোড করে নিতে পারবেন।

-- WBCHSE Results 2023 অ্যাপ থেকেও ফল জানা যাবে। গুগ্‌ল প্লে স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: WB HS 12th Result 2023 : আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, দেখা যাবে এই ওয়েবসাইটগুলিতে

-- SMS-এ ফল ওয়েবসাইট ছাড়া SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।

আরও পড়ুন: Uccha Madhyamik result 2023: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বুধবার, কীভাবে মার্কশিট চেক ও ডাউনলোড করবেন?

চলতি বছরে গত ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি।

Advertisement

POST A COMMENT
Advertisement