WB Madhyamik Exam Result 2023 Date: সামনের মাসেই মাধ্যমিকের রেজাল্ট, জানুন সম্ভাব্য তারিখ

রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, 'খাতা দেখা হয়ে গিয়েছে। এখন পরের কাজ চলছে। নম্বর মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে। সামান্য ভুল-ত্রুটিও যাতে না থাকে, সেই জন্য খতিয়ে দেখা হচ্ছে।'

Advertisement
সামনের মাসেই মাধ্যমিকের রেজাল্ট, জানুন সম্ভাব্য তারিখমাধ্যমিকের রেজাল্ট
হাইলাইটস
  • মে মাসের শেষের দিকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে
  • wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন

মে মাসের শেষের দিকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (West Bengal Madhyamik Exam 2023) হতে পারে। করতে পারে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE President Ramanuj Ganguly)  জানিয়েছেন যে এই বছর মাধ্যমিকের ফল মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ঘোষণা করা হতে পারে। পরীক্ষার্থীরা  WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন। রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, 'খাতা দেখা হয়ে গিয়েছে। এখন পরের কাজ চলছে। নম্বর মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে। সামান্য ভুল-ত্রুটিও যাতে না থাকে, সেই জন্য খতিয়ে দেখা হচ্ছে।'

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একজন পরীক্ষার্থীকে কমপক্ষে মোট ২৭২ নম্বর পেতে হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। তাৎপর্যপূর্ণভাবে নাম নথিভুক্ত করেও পরীক্ষায় বসেনি প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী। তবে পরীক্ষার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: WB Higher Secondary Exam Result 2023 Date: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সামনের মাসেই? যা জানা যাচ্ছে...

গত বছর সার্বিক পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ। এছাড়াও, মেয়েদের তুলনায় ছেলেরা ভাল পারফর্ম করে। মোট ৮৮.৫৯ শতাংশ ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং ৮৫ শতাংশ মেয়ে পাশ করেছিলেন।

মাধ্যমিকের রেজাল্ট কীভাবে ডাউনলোড করবেন?

  • প্রথমে অফিসিয়াল WBBSE ওয়েবসাইট wbbse.wb.gov.in-তে যান
  • হোমপেজে 'WB Madhyamik result 2023' লিঙ্কে ক্লিক করুন
  • নতুন পেজ খুলে যাবে, এবার আপনার রোল নম্বর ব্যবহার করে লগইন করুন
  • আপনার রেজাল্ট স্ক্রিনে দেখাবে
  • ভবিষ্যতের রেফারেন্সের জন্য রেজাল্ট ডাউনলোড করুন
POST A COMMENT
Advertisement