মাধ্যমিকের রেজাল্ট নিয়ে (WB Madhyamik Exam 2023 Result) পর্ষদ সূত্রে বড় খবর। আগেই জানা গিয়েছিলেন যে চলতি মাসের শেষের দিকে মাধ্যমিকের রেজাল্ট বের করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। এবার জানা গেল আগামী সপ্তাহের শুরুতেই রেজাল্ট বের করার দিন ঘোষণা হতে পারে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, মে মাসের তৃতীয় সপ্তাহেই এবারের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে। তিনটি সম্ভাব্য দিন পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। সেই দিনগুলি হল ১৫, ১৬ বা ১৭ মে। ইতিমধ্যেই এই তিনটি সম্ভাবনার তারিখ জানিয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রস্তাব পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিকের ১০০ শতাংশ খাতা দেখার কাজ শেষ হয়েছে। এখন রেজাল্ট বের করার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজও শেষ হয়েছে।
আরও পড়ুন: WB Assistant Teacher Recruitment: ১৭২৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে রাজ্যে, পরীক্ষা কবে-কীভাবে আবেদন?
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। তাৎপর্যপূর্ণভাবে নাম নথিভুক্ত করেও পরীক্ষায় বসেনি প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। খোলা হয় একাধিক কন্ট্রোল রুম। পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জারি করা হয়েছিল কড়া নির্দেশিকা।
মাধ্যমিকের রেজাল্ট কীভাবে ডাউনলোড করবেন?