Advertisement

Madhayamik Result 2025: প্রকাশিত মাধ্যমিকের ফল, কোন জেলা কেমন করল ?

প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করস মধ্যশিক্ষা পর্ষদ। ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ২২ ফেব্রুয়ারি শেষ হয়। এবার পাশের হার ৮৬.৫৬%। গত বছরের তুলনায় বেশি। প্রথম দশে ৬৬ পরীক্ষার্থী। জেলাগুলির মধ্যে মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। ওই জেলায় পাশের হার- ৯৬.৪৬%। তার পর কালিম্পং এবং কলকাতা। মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের আদৃত সরকার ।

Advertisement
POST A COMMENT