মাধ্যমিক ২০২২-এর মেধাতালিকায় ৬৯২ পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থানে জায়গায় করে নিল মালদার আদর্শবাণী অ্যাকাডেমি হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার। বাবা মৃণাল সরকার ও মা চন্দ্রিকা সরকার, তাঁরা দুজনেই পেশায় শিক্ষক ও শিক্ষিকা। বাড়ি মালদার গাজোল ব্লকের বিধানপল্লি এলাকায়। খবর প্রকাশ্যে আসতেই তাকে অভিনন্দন জানাতে বাড়িতে হাজির হন স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ স্কুলের শিক্ষকেরা। ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হতে চায় সে।
Kaushiki Sarkar got Second Position in Madhyamik Result 2022