মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর (West Bengal Madhyamik 10th Result 2023) ফল ঘোষণা হল আজ। এবার প্রথম স্থান অর্জন করেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাজি। যুগ্ম দ্বিতীয় বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের শুভম পাল ও মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের রিফত হাসান সরকার। শুভম ৬৯১ নম্বর পেয়েছে, ৯৮.৭১ শতাংশ।