চলল না প্রিয়াঙ্কার প্রচার! অসমে বিজেপির ফের সরকার গঠনের পথে

ভোটের আগে অসমে টানা প্রচার চালিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু দেখা গেল এবারও ম্যাজিক ফিগার থেকে অসমে বহুদূরে তার দল কংগ্রেস। এখনও পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী বিজেপি জোট ৮৫টিতে এগিয়ে আছে । কংগ্রেস জোট ৪০ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।

Advertisement
চলল না প্রিয়াঙ্কার প্রচার! অসমে বিজেপির ফের সরকার গঠনের পথেপ্রিয়ঙ্কা গান্ধী
হাইলাইটস
  • চলল না প্রিয়াঙ্কার প্রচার
  • অসমে বিজেপির ফের সরকার গঠনের পথে
  • এগিয়ে বিজেপি

ভোটের আগে অসমে টানা প্রচার চালিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু দেখা গেল এবারও ম্যাজিক ফিগার থেকে অসমে বহুদূরে তার দল কংগ্রেস। এখনও পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী বিজেপি জোট ৮৫টিতে এগিয়ে আছে । কংগ্রেস জোট ৪০ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। ১২৬ আসনে অসম বিধানসভার নির্বাচন হয়েছে মোট ৩ দফায়। ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল ছিল ভোটগ্রহণ। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা দেখা গিয়েছে এবারে অসমে ফের সরকার গঠন করতে পারে বিজেপি ও তার সহযোগী দলগুলি। এদিন প্রবণতাতে সেই ইঙ্গিত মিলছে। 

এদিন গণনার শুরু থেকেই দেখা যায় বিজেপি এগিয়ে রয়েছে। একাধিক আসনে কার্যত বিজেপি প্রার্থী বিরাট মার্জিন নিয়ে এগিয়ে রয়েছে।তবে ম্যাজিক ফিগার থেকে বেশ পিছিয়ে কংগ্রেস। একনজরে দেখুন কোন সময়ে কত আসনে কে এগিয়ে ছিল
১০টা ৩৪ মিনিট- অসমে বিজেপি জোট ৭৭ আসনে, কংগ্রেস জোট ৩৬ আসনে এবং অন্যান্যরা ২টি আসেন এগিয়ে।  
9:54 AM- অসমে বিজেপি জোট ৬৯টি আসনে, কংগ্রেস জোট ৩৮ আসনে, অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।
9:29 AM- অসমে বিজেপি ৩৯, বিজেপি ২৭ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
9:19 AM- অসমে ২৩টি আসনে বিজেপি জোট, ১১টি আসনে কংগ্রেস জোট এবং ৪টি আসনে অন্যান্যরা এগিয়ে।
9:13 AM- অসমে বিজেপি ১৯, বিজেপি ৬, অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
9:00 AM- অসমে প্রথম ঘণ্টায় ১২ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৫ আসনে এগিয়ে, অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
8:50AM- অসমে বিজেপি ১২ আসনেে, কংগ্রেস ৫টি আসনে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
অসমে বিজেপি ১০টি আসেন এগিয়ে, কংগ্রেস ৬টি আসনে এগিয়ে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।

POST A COMMENT
Advertisement