ভারত–বাংলাদেশ সম্পর্ক এখন উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে নির্দেশিকে জারি করেছে অসমের কাছাড় জেলা প্রশাসন। তাদের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ এবং দেশের অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হতে পারে, এমন কার্যকলাপ রোধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার, ১৭ ডিসেম্বর এই মর্মে একটা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
Assam SIR: ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ঘরে ঘরে গিয়ে যাচাই করবেন বুথলেভেল অফিসাররা। তাঁদের হাতে থাকবে আগাম পূরণ করা ভোটার তথ্যসহ রেজিস্টার। তা নিয়েই তাঁরা প্রতিটি বাড়িতে গিয়ে বর্তমান ভোটারের তথ্য মিলিয়ে দেখবেন। প্রশাসনের দাবি, এই প্রক্রিয়া ভোটার তালিকাকে আরও নিখুঁত করবে।
সর্বানন্দ সোনাওয়াল নন। অসমে বিজেপির নব-নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী পদে বসবেন হিমন্ত বিশ্বশর্মা। আজ, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির
ভোটের আগে অসমে টানা প্রচার চালিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু দেখা গেল এবারও ম্যাজিক ফিগার থেকে অসমে বহুদূরে তার দল কংগ্রেস। এখনও পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী বিজেপি জোট ৮৫টিতে এগিয়ে আছে । কংগ্রেস জোট ৪০ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
বিধানসভা ভোট শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে তারপর লম্বা প্রতিক্ষা। অবশেষে সেটার অবসান। এবার বাংলার পাশাপাশি বিধানসভা নির্বাচনের ভোট গণনা হতে চলেছে অসমেও। দেখুন সেই প্রস্তুতি আসামের একটি গণনা কেন্দ্র থেকে।
India Today-Axis My India exit poll অনুসারে, ভারতীয় জনতা পার্টি আসামে সরকার গঠন করতে চলেছে বলে আশা করা হচ্ছে। মোট ১২6 টি আসনের মধ্যে বিজেপি ৭৫-৮৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪০-৫০টি আসন এবং অন্যান্যরা ১-৪টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ঈশ্বরের আপন দেশে ফের লালঝড়। পাঁচ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ ভেঙে কেরলে বামেরাই ফের ক্ষমতায় ফিরতে চলেছে, এমনটাই বলছে India Today-Axis My India exit poll। বুথ ফেরত সমীক্ষা বলছে কেরলে বামেদের নেতৃত্বাধীন LDF পাবে ১০৪ থেকে ১২০টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন UDF-এর জোটের কপালে জুটতে পারে ২০-৩০টি আসন। বিজেপির নেতৃত্বাধীন NDA জোট পাবে ০-২টি আসন।
অসমে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়াটর সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে এবার ৭৫-৮৫টি আসন পেতে পারে বিজেপি।
নির্বাচনের ফলাফল ঘোষণা আগেই দল ভাঙানোর আশঙ্কা। অসমের অন্তত ২২ কংগ্রেস প্রার্থীকে জয়পুরে নিয়ে আসা হয়েছে। জয়পুরের একটি বিলাসবহুল হোটেলে নিয়ে আসা হয়েছে ওই প্রার্থীদের। অসমের বিধানসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে। ফল ঘোষণা ২রা মে।
মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ ছিল বাংলায়। মোটের ওপর শান্তিতেই হয়েছে মিটেছে ভোটপর্ব। এমনটাই দাবি করছে নির্বাচন কমিশন। এখনও বাকি আরও ৫ দফার ভোট। এদিন পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোট ছিল আরও ৩ রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে। সব মিলিয়ে ৬৫ শতাংশের বেশি ভোট পড়েছে।
মঙ্গলবার অসমে তৃতীয় তথা শেষ দফার ভোট। কিন্তু দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব মিটতে না মিটতেই একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ছড়িয়েছিল উত্তর-পূর্বের রাজ্যটিতে। ওই ভিডিওতে দেখা গিয়েছিল, পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়িতে করে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। ভোট লুঠের অভিযোগ করে বিরোধীরা। সেই বিতর্ক মিটতে না মিটতেই ফের অসমের একটি ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।