Himant অসমে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়াটর সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে এবার ৭৫-৮৫টি আসন পেতে পারে বিজেপি। সেখানে কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা ৪০ থেকে ৫০টি। অন্যদের পাওয়ার ,সম্ভাবনা ১-৪টি আসন।
আবার টু ডেজ চানক্যের সমীক্ষা, বিজেপি এই রাজ্যে পেতে পারে ৬১ থেকে ৭৯টি আসন। সেখানে সিএনএক্সের মতে, ৭৪-৮৪টি আসন পেতে পারে গেরুয়া শিবির। জন কী বাতও এগিয়ে রেখেছে পদ্মশিবিরকেই। তাদের বুথ ফেরত সমীক্ষা ৬৮ থেকে ৭৮ টি আসন পেতে পারে বিজেপি।
তবে অসমের লোক মুখ্যমন্ত্রী হিসেবে চান হিমন্ত বিশ্বশর্মাকে। তাঁকে ২০ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে পছচন্দ ১৯ শতাংশের। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা এই তথ্য প্রকাশ করেছে।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষকদের মতে, হিমন্ত বিশ্বশর্মা স্বাস্থ্যমন্ত্রী হলেও তিনি বেশ জনপ্রিয় ও সবজায়গায় তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো। সেকারণে তিনি সর্বানন্দকে পিছনে ফেলেছেন।