ঈশ্বরের আপন দেশে ফের লালঝড়। পাঁচ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ ভেঙে কেরলে বামেরাই ফের ক্ষমতায় ফিরতে চলেছে, এমনটাই বলছে India Today-Axis My India exit poll। বুথ ফেরত সমীক্ষা বলছে কেরলে বামেদের নেতৃত্বাধীন LDF পাবে ১০৪ থেকে ১২০টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন UDF-এর জোটের কপালে জুটতে পারে ২০-৩০টি আসন। বিজেপির নেতৃত্বাধীন NDA জোট পাবে ০-২টি আসন।