poll of polls Kerala: ক্ষমতায় বিজয়ন, ইঙ্গিত সব সমীক্ষায়

কেরলে ফের সরকার গড়তে চলেছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ। সব সমীক্ষায় এই ইঙ্গিত দিয়েছে।

Advertisement
poll of polls Kerala: ক্ষমতায় বিজয়ন, ইঙ্গিত সব সমীক্ষায় বিজয়ন
হাইলাইটস
  • ভাঙতে চলেছে ট্র্যাডিশন, ফের ক্ষমতায় আসতে চলেছেন বিজয়ন
  • সব বুথ ফেরত সমীক্ষা এই ইঙ্গিত দিল
  • কংগ্রেসের দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা

কেরলে ফের সরকার গড়তে চলেছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ। সব সমীক্ষায় এই ইঙ্গিত দিয়েছে। 

ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতে, ১০৪ থেকে ১২০ আসন পাবে এলডিএফ। সেখানে কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা ২০ থেকে ৩৬টি আসন।

এবিপি নিউজ সি ভোটারের ইঙ্গিত, ৭১ থেকে ৭৭টি আসন পাবে বিজয়নের জোট। কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৬৮টি আসন। 

নিউজ ২৪-টুডেজ এর সমীক্ষায় প্রকাশ, ১০২টি আসন পাবে এলডিএফ ও মাত্র ৩৫টি আসন পেতে পারে কংগ্রেস জোট। 

আরও পড়ুন : ভুতুড়ে ব্যাপার! ভোট দিতে বুথে গিয়ে জানলেন তাঁরা 'মৃত'

পি মার্কও এগিয়ে রেখেছে এলডিএফ-কেই। তাদের বুথ ফেরত সমীক্ষা ৭২ থেকে ৭৯টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এলডিএফ-এর। সেখানে কংগ্রেস পাবে ৬০ থেকে ৬৬টি আসন। 

রিপাবলিক-সিএনএক্স-এর মতে, ৭২ থেকে ৮০টি আসন পাবে এলডিএফ। ৫৮ থেকে ৬৪টি আসন পেতে পারে কংগ্রেস। 

প্রসঙ্গত, পাঁচ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ রয়েছে কেরলে। সেই ট্রেন্ড ভেঙে এরাজ্যে ফের বামেরাই  ক্ষমতায় ফিরতে চলেছে বলে ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। 

POST A COMMENT
Advertisement