scorecardresearch
 

Post Poll Violence: ভোটপর্ব মিটলেও বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কমিশনের

ভোট মিটলেও হিংসা থাকতে পারে। সেই কারণেই থাকবে কেন্দ্রীয় বাহিনীও। এমনটাই জানালেন নির্বাচন কমিশনের এক সিনিয়র আধিকারিক। তিনি জানালেন, বাংলায় ভোটের ফল প্রকাশের পর আরও প্রায় ২ সপ্তাহেরও বেশি এখানেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। অল্প নয়, প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় থাকবে। ভোট-পরবর্তী হিংসা রুখতেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

Advertisement
ভোট মিটলেও বাংলায় আরও কিছুদিন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোট মিটলেও বাংলায় আরও কিছুদিন থাকবে কেন্দ্রীয় বাহিনী।
হাইলাইটস
  • ভোট মিটলেও হিংসা থাকতে পারে। সেই কারণেই থাকবে কেন্দ্রীয় বাহিনীও।
  • এমনটাই জানালেন নির্বাচন কমিশনের এক সিনিয়র আধিকারিক।
  • প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় থাকবে।

ভোট মিটলেও হিংসা থাকতে পারে। সেই কারণেই থাকবে কেন্দ্রীয় বাহিনীও। এমনটাই জানালেন নির্বাচন কমিশনের এক সিনিয়র আধিকারিক। তিনি জানালেন, বাংলায় ভোটের ফল প্রকাশের পর আরও প্রায় ২ সপ্তাহেরও বেশি এখানেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। অল্প নয়, প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় থাকবে। ভোট-পরবর্তী হিংসা রুখতেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

এর আগে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে রাজনৈতিক মহল। এবার তাই শুরু থেকেই বাংলা নিয়ে বাড়তি সাবধানতা নিয়ে পদক্ষেপ করছে কমিশন। ইতিমধ্যেই বাংলায় বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে ভোট পরবর্তী হিংসার খবর এসেছে। আর সেই কারণেই, বাংলায় আরও কিছুদিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার পরিকল্পনা করছে কমিশন।

কমিশনের এক আধিকারিক জানালেন, 'প্রাথমিকভাবে কেন্দ্রীয় বাহিনী এখন ১৯ জুন পর্যন্ত থাকবে।' ৪ জুন ভোটের ফলাফল বের হবে। সাধারণত ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে যায়। এবার তা হচ্ছে না। ফল বের হওয়ার পরেও আরও ১৫ দিন এই বাংলাতেই রাখা হবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

আরও পড়ুন

নির্বাচন কমিশনের আধিকারিকের কথায়, 'ভোট পরবর্তী বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।

তবে মূলত অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে, এমন জায়গাগুলিতেই কেন্দ্রীয় বাহিনী রাখার ক্ষেত্রে জোর দেওয়া হবে। বিশেষত বাংলার স্পর্শকাতর এলাকাগুলি, যেখানে এর আগে হিংসার ঘটনা ঘটেছে বা আগামিদিনে ঘটার সম্ভাবনা রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখবে নির্বাচন কমিশন। ফলে অশান্তি রুখতে কোনওরকম ফাঁক রাখা হবে না। পর্যালোচনার মাধ্যমে কোন কোন স্থানে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে, সেই সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনের আধিকারিক জানালেন, 'কেন্দ্রীয় বাহিনী এখন ১৯ জুন পর্যন্ত প্রাথমিকভাবে স্পর্শকাতর এলাকায় থাকবে, যাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়।'

Advertisement

Advertisement