Locket Chatterjee-Rachna Banerjee: হুগলিতে দুই দিদির লড়াই, 'নম্বর ওয়ান' হবেন কে? রচনাকে নিয়ে যা বললেন লকেট

চব্বিশের লোকসভা নির্বাচনে এবার হুগলিতে দুই অভিনেত্রীর লড়াই  হতে চলেছে। একদিকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর তাঁর প্রতীদ্বন্দ্বী হয়ে জোড়াফুল প্রতীকে ভোটের ময়দানে নামছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে bangla.aajtak.in-এ মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়।

Advertisement
হুগলিতে দুই দিদির লড়াই, 'নম্বর ওয়ান' হবেন কে? রচনাকে নিয়ে যা বললেন লকেটলকেট বনাম রচনা দ্বৈরথ হুগলিতে।
হাইলাইটস
  • হুগলিতে এবার দুই অভিনেত্রীর লড়াই।
  • তৃণমূল প্রার্থী রচনা প্রসঙ্গে মুখ খুললেন লকেট।
  • হুগলিতে বিজেপি প্রার্থী লকেট।

চব্বিশের লোকসভা নির্বাচনে হুগলিতে এবার দুই অভিনেত্রীর লড়াই হতে চলেছে। একদিকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর তাঁর প্রতীদ্বন্দ্বী হয়ে জোড়াফুল প্রতীকে ভোটের ময়দানে নামছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম বার রাজনীতির ময়দানে অভিষেক হল 'দিদি নং ১'-এর। ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বী রচনাকে নিয়ে bangla.aajtak.in-এ মুখ খুললেন তাঁর একসময়ের সহ-অভিনেত্রী লকেট। প্রতিদ্বন্দ্বী হিসাবে 'দিদি নং ১' যে কোনও ফ্যাক্টর হবে না, সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হুগলির সাংসদ লকেট। এ-ও বললেন, 'সব জায়গা সবার জন্য নয়।'

ঠিক কী বলেছেন লকেট? 

একদা সুপারহিট নায়িকা রচনাকে এবার হুগলি থেকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই প্রসঙ্গে bangla.aajtak.in-এ লকেট বলেন, 'ঠিক আছে। বিজেপি এতদিন ধরে কাজ করে আসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। টিভি, সিরিয়াল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সন্দেশখালি ভুলিয়ে দিতে। লাইট, ক্যামেরা, অ্যাকশন দিয়ে ভুলিয়ে দিতে চাইছেন। মানুষ বোকা নয়। সকলে দেখছেন। মহিলাদের উপর কী কী জিনিস চলছে সবাই দেখছেন, মানুষ বিচার করবে।' এরপরেই আত্মবিশ্বারের সুরে লকেট বলেন, 'হুগলির লোকসভা কেন্দ্র ২০১৯-এ বিজেপির ছিল। ২০২৪ সালেও বিজেপির থাকবে।'

বস্তুত, ২০১৯ সালে পদ্ম প্রতীকে লড়ে হুগলি থেকে জয়ী হন লকেট। তবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকে ভোটে হেরে গিয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় বার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন লকেট। তাঁর প্রতিপক্ষ হিসাবে রচনাকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। 

রচনা প্রসঙ্গে লকেট

রচনাকে প্রতিপক্ষ হিসাবে পেয়ে লকেট বলেন, 'রাজনৈতিক ক্ষেত্রে অনেক আগে এসেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। নানা লড়াইয়ের টানাপড়েনের মধ্যে দিয়ে গিয়েছি। সিনেমা-সিরিয়াল ছেড়ে দিয়ে এসেছি মানুষের কাজের জন্য। উনি যে কাজটা করেন, আমি একসময় ওই কাজটা করতাম। ওঁকে সম্মান জানাই। মানুষ বিচার করবে। সন্দেশখালির ঘটনা ভুলে যাবে না। যাঁরা সত্যিকারের মানুষের সেবার জন্য রয়েছেন,তাঁদের মানুষ বেছে নেবেন।'

Advertisement


একদা প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রচনা। তার আগে ওড়িয়া ছবিতেও বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই নায়িকা। পরে জনপ্রিয় রিয়েলিটি শো 'দিদি নং ১'-এর হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন রচনা। বিশেষত, গ্রামবাংলার ঘরে ঘরে রচনার জনপ্রিয়তা আকাশছোঁয়া। রচনা এবং লকেট একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। যেখানে নায়িকার ভূমিকায় ছিলেন রচনা আর সেকেন্ড লিড বা পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল লকেটকে। ছবির দুনিয়ায় জনপ্রিয়তার দৌড়ে লকেটের থেকে এগিয়ে রচনা। ফলে একসময়ের সহকর্মীর সঙ্গে ভোটের লড়াই কি চ্যালেঞ্জিং? এই প্রসঙ্গে লকেট বলেছেন, 'একেবারেই না। সব মানুষ সিনেমা দেখে। সব জায়গা সবার জন্য নয়। মিমি, নুসরতকে টিকিট দিয়ে দেখেছে কী করেছেন। এটা কোনও ফ্যাক্টর নয়। মানুষকে বোকা বানানো যাবে না।' এখন দেখার, দুই দিদির লড়াইয়ে জনতার রায়ে নম্বর ওয়ান কে হন।

POST A COMMENT
Advertisement