scorecardresearch
 

Faizabad Lok Sabha Election Results 2024: যে অযোধ্যায় রাম মন্দির, সেই ফৈজাবাদেই পিছিয়ে BJP

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাম মন্দিরকে হাতিয়ার করেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নেমেছিল বিজেপি। তবে, রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, সেখানেই পিছিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রে বিজেপি পিছিয়ে রয়েছে।

Advertisement
যে অযোধ্যায় রাম মন্দির, সেই ফৈজাবাদেই পিছিয়ে BJP যে অযোধ্যায় রাম মন্দির, সেই ফৈজাবাদেই পিছিয়ে BJP
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রে বিজেপি পিছিয়ে রয়েছে
  • অযোধ্যা শহরটি পূর্বে ফৈজাবাদ জেলা হিসাবে পরিচিত ছিল

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাম মন্দিরকে হাতিয়ার করেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নেমেছিল বিজেপি। তবে, রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, সেখানেই পিছিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রে বিজেপি পিছিয়ে রয়েছে। অযোধ্যা শহরটি পূর্বে ফৈজাবাদ জেলা হিসাবে পরিচিত ছিল। ২০১৮ সালে ফৈজাবাদ জেলার আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় অযোধ্যা। তবে লোকসভা আসনটিকে এখনও ফৈজাবাদ বলা হয়।

গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির প্রার্থী লাল্লু সিং সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের পিছনে চলে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিডের ব্যবধান প্রায় ১৬ হাজার ভোট। এই বছরের জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের গৌরবকে লোকসভা নির্বাচনে উপভোগ করতে চেয়েছিল বিজেপি। তবে, উত্তরপ্রদেশ ও সামগ্রিকভাবে দেশে বিজেপি ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। কারণ এখনও পর্যন্ত বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এনডিএ জোট হিসেবে যদিও সংখ্যাগরিষ্ঠতার নির্ণায়ক ২৭২ আসের গণ্ডি ছাড়িয়েছে।

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টি ৩৬টা আসনে এগিয়ে রয়েছে। ৩৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস ৭টি, রাষ্ট্রীয় লোক দল ২টি, অন্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে। 

Advertisement