Ghatal লোকসভা আসনে AITC ও BJP-র মধ্যে লড়াই জারি, জানুন তাজা আপডেট
Posted by :- Bangla Aajtak
West Bengal Ghatal আসনে ভোট গণনা শুরু হওয়ার পর 8 ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে. সাম্প্রতিকতম আপডেট হল, AITC প্রার্থী Adhikari Deepak এখনও পর্যন্ত 437439 ভোট পেয়েছেন. সেখানে, দ্বিতীয় স্থানে BJP প্রার্থী Hiranmoy Chattopadhyaya, যিনি এখনও পর্যন্ত 338558 ভোট পেয়েছেন. দুই প্রার্থীর মধ্যে 98881 ভোটের পার্থক্য রয়েছে. গণনার পরবর্তী রাউন্ডগুলিতে ভোটের এই অঙ্ক বদলে যেতে পারে।