scorecardresearch
 

Irfan Pathan Vote Campaign: ভোট ময়দানে ইউসুফ, দাদাকে জেতাতে বহরমপুরে প্রচারে আসছেন ইরফানও

এবারের লোকসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বহরমপুর। এই ক্রেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল ময়দানে নামিয়েছে তাদের তারকা প্রার্থী ইফসুফ পাঠানকে। প্রথমবার ভোটের ময়দানে নেমে ভালই প্রচার চালাচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান। এবার নিজের ভোটযুদ্ধে ইউসুফ সঙ্গে পেতে চলেছেন ভাই ইরফান পাঠানকেও।

Advertisement
 বহরমপুরের পথে  একসঙ্গে  পাঠান ভাইরা বহরমপুরের পথে একসঙ্গে পাঠান ভাইরা

এবারের লোকসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বহরমপুর। এই ক্রেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল ময়দানে নামিয়েছে তাদের তারকা প্রার্থী ইফসুফ পাঠানকে। প্রথমবার ভোটের ময়দানে নেমে ভালই প্রচার চালাচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান। এবার নিজের ভোটযুদ্ধে ইউসুফ সঙ্গে পেতে  চলেছেন ভাই ইরফান পাঠানকেও। সূত্রের খবর, বৃহস্পতিবার বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় দাদার জন্য রোড শো করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইরফান পাঠান।

প্রসঙ্গত দাদা ইউসুফ  ও ভাই  ইরফান দুজনেই তারকা ক্রিকেটার৷ একজন দাপুটে ব্যাটার, অন্যজন অসাধারণ পেসার। ইউসুফ এবং ইরফান পাঠান দুই ভাইয়ের মধ্যে , ইউসুফ বাবার বেশি আদরের আর  ইরফান মায়ের বেশি কাছের। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ কয়েকদিন আগেই নিজেই জানিয়েছিলেন সেই কথা। এবার  ভোটযুদ্ধে দাদা ইউসুফকে জেতাতে বঙ্গের রণাঙ্গনে আসছেন ইরফান৷ বৃহস্পতিবার বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড শো করার কথা রয়েছেন ইরফানের।

প্রসঙ্গত আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ রয়েছে বহরমপুরে। ১১ তারিখ শেষ পর্বের প্রচার। শেষ প্রচারের ৪৮ ঘণ্টা আগে ঝড় তুলতে চাইছে তৃণমূল। বুধবার ইরফানের সমর্থনে বহরমপুরে প্রচারে আসছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই আসছেন ইরফান। ভারতীয় ক্রিকেটে ইরফান একটা সময়ে জনপ্রিয় ছিলেন। দাদার প্রচারে ভাইজানের সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে তৃণমূলও। উল্লেখ্য, বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় হিসাবে পরিচিত। সেই দুর্গ ভাঙতে তৃণমূলের বাজি এবার ইউসুফ পাঠান। তাঁকে জেতাতে এবার ময়দানে নামছেন ভাই ইরফানও। বৃহস্পতিবার  রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড-শো করবেন ইরফান। সঙ্গে থাকবেন দাদা তথা তৃণমূলপ্রাথী ইউসুফও।

আরও পড়ুন

Advertisement

Advertisement