Kolkata Dakshin Election Results: AITC-র Mala Roy এগিয়ে গেলেন, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 132011 ভোটে এগিয়ে গেলেন, জানুন তাজা আপডেট
Posted by :- Bangla Aajtak
Kolkata Dakshin আসনের নির্বাচনী লড়াইয়ে AITC প্রার্থী Mala Roy এগিয়ে চলেছেন। ভোটাররা ওঁর উপর ভরসা রেখেছেন এবং উনি এখনও পর্যন্ত মোট 287719 ভোট পেয়েছেন। সেখানে, BJP প্রার্থী Debasree Chaudhuri দ্বিতীয় স্থানে রয়েছেন। Debasree Chaudhuri এখনও পর্যন্ত 155708 ভোট পেয়েছেন৷ এবার দেখার বিষয়, BJP প্রার্থী এই ব্যবধান কমাতে পারেন কিনা।