scorecardresearch
 

Lok Sabha Elections 2024: কেরলে জোট-ধাক্কা, কংগ্রেস নয়, লোকসভায় একা লড়ার পথেই বামেরা

কেরল সিপিআইএম ইতিমধ্যেই বুধবার সকালে একটি বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলেছে। বাকি শুধু নাম ঘোষণা। লোকসভা নির্বাচনে যে সকল প্রার্থী নিয়ে সহমত পোষণ করা হয়েছে, তাঁদের মধ্যে পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ এ বিজয়রাঘবনের নাম রয়েছে। বিজয়রাঘবন পলক্কড় কেন্দ্রে দাঁড়াবেন। 

Advertisement
Rahul Gandhi and Kerala Left Rahul Gandhi and Kerala Left
হাইলাইটস
  • কেরলে সব আসনেই একক লড়বে বামেরা 
  • প্রার্থী তালিকা চূড়ান্ত
  • কংগ্রেসকে বাদ রেখেই আসন শেয়ার

Lok Sabha Elections 2024: উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট চূড়ান্ত। বাংলায় কংগ্রেস ও সিপিআইএম-এর জোট নিয়ে আলোচনা এখনও চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে একক ভাবে লড়বে তৃণমূল কংগ্রেস। এহেন পরিস্থিতিতে কেরলে (Kerala) বড় ধাক্কা খেল INDIA জোট। কংগ্রেসের সঙ্গে জোট করতে নারাজ বামেরা। যার নির্যাস, কেরলে সব লোকসভা আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে দিল বামেরা। অর্থাত্‍ বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 'একলা চলো' নীতি নিয়েছেন, কেরলে বামেরাও সেই পথেই হাঁটল।

কেরলে সব আসনেই একক লড়বে বামেরা 

সূত্রের খবর, লোকসভা নির্বাচনে  কেরলে সব কটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে সিপিআইএম। প্রার্থীদের নাম ঘোষণার আগে ২৬ ফেব্রুয়ারি জাতীয় স্তরের নেতাদের বৈঠকের জন্য অপেক্ষা করছে সিপিআইএম। কেরলের বাম নেতৃত্বের সূত্রের খবর, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের একাধিক মন্ত্রীকে প্রার্থী করার বিষয়ে পরিকল্পনা করছে বামেরা। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা, মন্ত্রী কে রাধাকৃষ্ণণ, প্রাক্তন অর্থমন্ত্রী থমাস ইসাককে লোকসভা নির্বাচনে লড়ার টিকিট দিতে পারে বামেরা।

আরও পড়ুন

প্রার্থী তালিকা চূড়ান্ত

কেরল সিপিআইএম ইতিমধ্যেই বুধবার সকালে একটি বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলেছে। বাকি শুধু নাম ঘোষণা। লোকসভা নির্বাচনে যে সকল প্রার্থী নিয়ে সহমত পোষণ করা হয়েছে, তাঁদের মধ্যে পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ এ বিজয়রাঘবনের নাম রয়েছে। বিজয়রাঘবন পলক্কড় কেন্দ্রে দাঁড়াবেন। 

কংগ্রেসকে বাদ রেখেই আসন শেয়ার

কংগ্রেস ছাড়াই বামেরা কেরলে যেভাবে আসন শেয়ার করছে, তা হল, কেরলে মোট লোকসভা আসন ২০টি। তার মধ্যে ১৫টি আসনে লড়বে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী। সিপিআই পেতে পারে ৪টি আসন ও একটি আসনে ছাড়া হবে কেরল কংগ্রেস (এম)।

Advertisement

 

Advertisement