Lok Sabha First Phase Election 2024: রাত পোহালেই প্রথম দফার ভোট, বাংলায় ৩ আসনের রাজনৈতিক চিত্রটি কেমন? বিস্তারিত

রাত পোহালেই রাজ্যের উত্তরের তিন কেন্দ্রে নির্বাচন। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি চলছে এই তিন কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী মোতয়েন রয়েছে। সঙ্গে মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশও। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে।

Advertisement
রাত পোহালেই প্রথম দফার ভোট, বাংলায় ৩ আসনের রাজনৈতিক চিত্রটি কেমন? বিস্তারিতনির্বাচন (প্রতীকী ছবি)

রাত পোহালেই রাজ্যের উত্তরের তিন কেন্দ্রে নির্বাচন। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি চলছে এই তিন কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী মোতয়েন রয়েছে। সঙ্গে মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশও। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে।

এই নির্বাচনী ময়দানে প্রধান প্রতিদ্বন্দ্বীদের তৃণমূল কংগ্রেস (AITC), বিজেপি (BJP), এবং সিপিএম এবং কংগ্রেস। ১৯  এপ্রিল প্রথম দফা  নির্বাচন হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।

কোচবিহার
লোকসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি গড়ে জনসভা করেছেন। বিজেপির হাতে কোচবিহারের ক্ষমতা। তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ করে উত্তর দখলের লড়াই চালিয়ে যাচ্ছে। কোচবিহার কেন্দ্রে ১১২ কোম্পানি বাহিনী থাকবে।

এই কেন্দ্রে বিজেপির বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের প্রতিপক্ষ তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের নীতীশ চন্দ্র রায়ও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন নিশীথ। বেশকিছু অশান্তির চিত্রও উঠে এসেছে এই কেন্দ্রে।

আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার তফসিলি উপজাতি (এসটি)-র জন্য সংরক্ষিত কেন্দ্র। এই জেলায় চতুর্মুখী লড়াই। আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরবঙ্গের অন্য দুটি নির্বাচনী কেন্দ্র - জলপাইগুড়ি এবং কোচবিহার - এর সঙ্গে লড়াইয়ে নামবে।

প্রবীণ বিজেপি নেতা মনোজ টিগ্গা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে।

জলপাইগুড়ি
জলপাইগুড়ি ৪২টি লোকসভা আসনের মধ্যে একটি। উত্তরবঙ্গে অবস্থিত, এই আসনটি তফসিলি জাতি (এসসি)-র জন্য সংরক্ষিত। ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে।

ভোটের প্রথম দফায়, বিজেপির বিদায়ী সাংসদ ড. জয়ন্ত কুমার রায়, তৃণমূলের নির্মল চন্দ্র রায় এবং সিপিআইএম-এর প্রার্থী দেবরাজ বর্মনের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য জয়ের পর উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রায়গঞ্জ বাদে বিজেপি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টিতে জয়লাভ করে।

Advertisement

প্রসঙ্গত, সাত দফায় হবে এবারের নির্বাচন। এরপর দ্বিতীয় দফার ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ২৬ এপ্রিল। ১৮-তম লোকসভায় ৪২ জন সদস্য নির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন। 

POST A COMMENT
Advertisement