২০২৪ লোকসভা নির্বাচনে ইন্দ্রপতন ব্যারাকপুর লোকসভা (Barrackpore Loksabha Election 2024) কেন্দ্রে। হেরে গেলেন বিজেপি (BJP) প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। তাঁকে হারিয়ে দিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhoumick)। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর এগিয়ে থাকার ব্যবধান ৬২,৯৮৫। শুধু তাই নয়, দলবদলু অর্জুনের বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটও জিতে নিলেন পার্থ। বিভিন্ন সময় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বারবার উত্তপ্ত হয়েছে রাজনৈতিক সংঘর্ষে। জেতার পর পার্থ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপর থাকলে সবাই বাঘ, তা সরে গেলেই সব নেংটি ইঁদুর।'
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী জয় পেয়েছিলেন। ২০১৯ সালে বিজেপি থেকে দাঁড়িয়ে জিতেছিলেন অর্জুন সিং। ২০২১ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দেন অর্জুন। ফের ২০২৪-এ বিজেপি-র প্রার্থী হয়েছেন অর্জুন। তিনি কি আবারও জিতবেন? তা নিয়েই বড় প্রশ্ন ছিল। কারণ, তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী এবার পার্থ ভৌমিক। পাশাপাশি বামফ্রন্ট ও কংগ্রেস জোটের প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। এবার ব্যারাকপুর কেন্দ্রে দেবদূত তিন নম্বরে শেষ করেলেন।
২০২১ বিধানসভা নির্বাচনে সাতটি কেন্দ্রের মধ্যে ছয়টি জিতেছিল তৃণমূল। আর একটি আসন ভাটপাড়া ছিল বিজেপির দখলে। সেবার জিতেছিলেন অর্জুন পুত্র পবন কুমার সিং। ১৯৮৯ সাল থেকে ২০০৯ পর্যন্ত এই আসনের দখল ছিল, বামফ্রন্টের দখলে। এরপর তৃণমূল তা জিতে নিল। শুধু জয় নয় বড় ব্যবধানে জয় পেল রাজ্যের শাসকদল।
গননা শুরু হওয়ার পর থেকেই বারবার বদলে গিয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ফল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লিড বাড়াতে থাকেন অর্জুন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে তৃণমূলের লিড। গোটা রাজ্যেই সবুজ ঝড়ে উড়ে গিয়েছে গেরুয়া শিবির। শেষ অবধি ২৯টি আসনে এখনও অবধি এগিয়ে বাংলার শাসকদল। আর অন্যদিকে গেরুয়া শিবির আটকে রয়েছে ১২টি আসনে। কংগ্রেস এগিয়ে মাত্র একটি আসনে। বামফ্রন্ট একটাও আসন পাচ্ছে না। তবে উল্লেখ্য উত্তরবঙ্গে বহরমপুর, কোচবিহার, মুর্শিদাবাদ ও মালদা দক্ষিণ কেন্দ্র ছাড়া সমস্ত আসনেই জয় পেয়েছে বিজেপি।