West Bengal Lok Sabha Elections 2024: উত্তর কলকাতায় মেগা রোড শোয়ের আগে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর দাবি, লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) পশ্চিমবঙ্গে অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে তৃণমূল কংগ্রেস।
আজ প্রধানমন্ত্রীর রোড শো উত্তর কলকাতায়
আজ অর্থাত্ মঙ্গলবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদী। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিধান সরণি হয়ে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো করার কথা মোদীর। যাবেন বাগবাজারে মা সারদার বাড়িতেও। যা মায়ের বাড়ি বলেই পরিচিত। প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে তত্পর লালবাজার। ব্যাপক পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছে।
'তৃণমূল কংগ্রেস অস্তিত্বরক্ষার লড়াই লড়ছে'
সেই রোড শোয়ের আগে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাত্কারে বাংলার লোকসভা নির্বাচন প্রসঙ্গে মোদী বললেন, 'বাংলায় নির্বাচনে তৃণমূল অস্তিত্বরক্ষার লড়াই লড়ছে। এবারের ভোটে ভারতে বিজেপি-র সেরা পারফর্ম্যান্স হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপি সর্বোচ্চ সাফল্য পাবে।' ভোটব্যাঙ্কের রাজনীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। ২০১০ সালের পর থেকে ইস্যু করা OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, 'কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট হয়ে গিয়েছে, কত বড় ধরনের দুর্নীতি হয়েছে।'
#WATCH | On Calcutta High Court's decision to cancel all OBC certificates issued in West Bengal after 2010, PM Narendra Modi says, "They have a modus operandi. First, they started the sin of giving it to minorities by making a law in Andhra Pradesh, they lost in the Supreme Court… pic.twitter.com/KVhtLD32rO
— ANI (@ANI) May 28, 2024
'ওড়িশার বর্তমান সরকারের এক্সপায়ারি ডেট ৪ জুন'
বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশা নিয়েও মত প্রকাশ করেন মোদী। তাঁর কথায়, 'ওড়িশার ভাগ্যও পরিবর্তন হতে চলেছে। সরকার বদল হচ্ছে। আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, ওড়িশার বর্তমান সরকারের এক্সপায়ারি ডেট ৪ জুন। ১০ জুন ওড়িশায় বিজেপি-র মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তার চেয়েও দুর্ভাগ্যের, ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য বিচারব্যবস্থাকেও ওরা হেনস্থা করছে। এই ধরনের পরিস্থিতি কোনও ভাবেই কাম্য নয়।'