Raiganj আসনে ভোটগণনা 8 ঘণ্টা কেটে গিয়েছে, জানুন তাজা আপডেট
Posted by :- Bangla Aajtak
যেখানে ভোটগণনা শুরু হওয়ার পর 8 ঘণ্টা কেটে গিয়েছে. Raiganj লোকসভা আসনে কে ক্ষমতায় আসতে চলেছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে. পরিসংখ্যান অনুযায়ী, BJP প্রার্থী Kartick Chandra Paul সবচেয়ে বেশি এগিয়ে. সেখানে AITC প্রার্থী Kalyani Krishna দ্বিতীয় নম্বরে রয়েছেন. দুজনের মধ্যে 25926 ভোটের ব্যবধান. গণনা যত এগোবে, পরিসংখ্যান বদলে যেতেই পারে।