Kakoli Ghosh Dastidar: কাকলি ঘোষ দস্তিদারের গাড়িতে ধাক্কার অভিযোগ, আহত বারাসতের বিদায়ী সাংসদ

দুর্ঘটনার কবলে পড়লেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বুধবার পার্টি অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সূত্রের খবর, মাথায় সামান্য চোট পেয়েছেন কাকলি। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। 

Advertisement
কাকলি ঘোষ দস্তিদারের গাড়িতে ধাক্কার অভিযোগ, আহত বারাসতের বিদায়ী সাংসদগাড়ি দুর্ঘটনায় জখম কাকলি ঘোষ দস্তিদার।
হাইলাইটস
  • দুর্ঘটনার কবলে পড়লেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
  • বুধবার পার্টি অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
  • সূত্রের খবর, মাথায় সামান্য চোট পেয়েছেন কাকলি।

দুর্ঘটনার কবলে পড়লেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বুধবার পার্টি অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সূত্রের খবর, মাথায় সামান্য চোট পেয়েছেন কাকলি। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। 

জানা গিয়েছে, বুধবার দুপুরে মধ্যমগ্রামে দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম দেলা কার্যালয়ে যাচ্ছিলেন কাকলি। সেই সময় একটি বেসরকারি গাড়ি কাকলির গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। তার জেরেই চোট পান কাকলি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। 
 

সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার কপাল এবং নাকে সেলাই পড়ে। এখন সুস্থ রয়েছেন মমতা। পুরোদমে প্রচার সারছেন। অন্য দিকে, মুখ্যমন্ত্রী কীভাবে পড়ে গেলেন, তা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় প্রথমে জানিয়েছিলেন, 'পিছন থেকে ধাক্কা মারার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' এই বয়ান ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। যদিও পরে এসএসকেএমের ডিরেক্টর ব্যাখ্যা দেন, 'শারীরিক ভাবে মুখ্যমন্ত্রীকে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছেন, এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়ে থাকতে পারে।' 

এর আগে, ২০২১ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রামের বিরুলিয়ায় পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। সে সময় ষড়যন্ত্রের অভিযোগও ওঠে। যা ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। 

POST A COMMENT
Advertisement