Advertisement

Mamata Banerjee: কতজনকে ফরেস্ট ভলেন্টিয়ার্সের চাকরি দেওয়া হবে, জানালেন মমতা

লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১২ হাজার টাকা বেতনের চাকরি দেবে রাজ্য সরকার। পুরুলিয়ার সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৬০ বছর বয়স পর্যন্ত এই চাকরি করা যাবে। এদিন পুরুলিয়ার প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। তার মধ্যে ৭০০ জনকে চাকরি খুব তাড়াতাড়ি দেওয়া হবে। চাকরি তারাই পাবেন যাদের পরিবারের কোনও না কোনও সদস্য জঙ্গলে গিয়ে নিহত হয়েছেন। প্রত্যেককে বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা। মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ৭৩৮ জন আবেদন করেছেন। সেই আবেদনগুলো এসেছে মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, জলপাইগুড়ির মতো জেলাগুলি থেকে। যাঁরা আবেদন করেছিলেন তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement
POST A COMMENT