Advertisement

Dilip Ghosh: মর্নিংওয়াকে হাতে লাঠি-'অবাঞ্ছিত লোকদের জন্য',শিরোণামে দিলীপ

হাতে লাঠি নিয়ে মর্নিংওয়াকে বেরোলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দুর্গাপুর শহরে মঙ্গলবার মর্নিংওয়াকে বেরোন দিলীপ ঘোষ। তাঁর হাতে দেখা যায় একটা ছোট লাঠি। প্রশ্ন করলে তিনি বলেন, অবাঞ্ছিত লোকদের জন্য এই লাঠি। প্রসঙ্গত সোমবারই দুর্গাপুর শহরের ফুলঝোর মোড়ে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ।

Advertisement
POST A COMMENT