Advertisement

Lok Sabha Election 2024: 'আগে বাড়ি থেকেই আমাদের ভোট হয়ে যেত', ভোট দিয়ে বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

ভোট দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালি কর্ণ খালি ১৭১ নম্বর বুথে তিনি ভোট দেন। রেখা দাবি করেন যে এই প্রথমবার তিনি স্বাধীনভাবে নিজের ভোট নিজে দিলেন। কয়েকবার বুথে যাওয়ার আগেই তাঁর ও অন্যদের ভোট হয়ে যেত বলেও দাবি করেছেন তিনি। রেখা বলেন, 'এত বছর ভোটার হয়ে আজকে নিজের ইচ্ছাতে ভোট দিতে পারব। আগে আমরা দু-একবার বুথেও গিয়েও ভোট দিতে পারিনি। কয়েকবার বুথে যেতে হয়নি, বাড়ি থেকেই আমাদের ভোট হয়ে যেত। ২০২৪ সালেই আমি ভোট দেব স্বাধীনতা মতো। আমি আনন্দিত যে নিজের ইচ্ছামতো ভোট দিতে পারব।' জেতার বিষয়ে কতটা আশাবাদী? এই প্রশ্নের উত্তরে রেখা বলেন, 'বসিরহাটের মানুষের আশীর্বাদে আমি ১০০ শতাংশ জেতার বিষয়ে আশাবাদী ও আত্মবিশ্বাসী।'

Advertisement
POST A COMMENT