scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: বাঁকুড়ায় বড়শিতে মাছ গাঁথলেন দিলীপ, বললেন, ‘মন হালকা রাখতে’

Dilip Ghosh: বাঁকুড়ায় বড়শিতে মাছ গাঁথলেন দিলীপ, বললেন, ‘মন হালকা রাখতে’

আজই ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। শেষ দিনে হাজারো ব্যস্ততার মাঝেও সাত সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয় বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হাত ছিপ দিয়ে পুকুরের জলে বড়শির টোপ দেন তিনি। দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে থেকে অবশেষে বড়শিতে মাছ গাঁথলেন দিলীপ ঘোষ।

Advertisement