scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: 'হাতি যখন কাদায় পড়ে...' মোদী-শাহকে নিয়ে কী বললেন দিলীপ ?

Dilip Ghosh: 'হাতি যখন কাদায় পড়ে...' মোদী-শাহকে নিয়ে কী বললেন দিলীপ ?

লোকসভা নির্বাচনের ফলাফলের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও সরকার গড়ার পথে এন ডি এ। তবে একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সহযোগী দলগুলিকে বেশ কয়েকটি বিশেষ সুবিধা দিতে হবে বিজেপিকে। আর এ নিয়েই এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ, “হাতি কাদায় পড়লে, ব্যাঙেও লাথি মারে।” বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “এটা রাজনীতির নিয়ম, হাতি কাদায় পড়লে-ব্যাঙেও লাথি মারে। তবে এটা মনে রাখতে হবে নরেন্দ্র মোদী-অমিত শাহ আছেন। এরা আমাদের পুরনো পার্টনার, এদের আমরা চিনি।” পাশাপাশি তিনি আরও বলেন, “মোদী ভোটের জন্য রাজনীতি করে না। তিনি উন্নয়নের জন্য সরকার চালান। উনি একটা রোড ম্যাপ তৈরি করেছিলেন। আমার মনে হয় এইসব ঘটনায় ওই কাজে বাধা আসবে।”

Advertisement