Advertisement

Dilip Ghosh: ‘কালাপানিটা আমি জানি, রাজনীতিতে কাঠিবাজিটা অসম্ভব নয়’, হারের পর কী ইঙ্গিত দিলীপের ?

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপরেই আজ এই হার নিয়ে এক কথায় বিস্ফোরক তিনি। হারের কারণ সরাসরি কিছু না বললেও, অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছেন তিনি। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, “কালাপানি কাকে বলে আমি জানি। চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।” পাশাপাশি কেন্দ্র বদলের কারনেই হার কিনা ?এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “অসম্ভব কিছুই না, সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি।”

Advertisement
POST A COMMENT