Advertisement

Dilip Ghosh: 'ডাকাতির কেসে জেল খাটা এখন তৃণমূলের কাউন্সিলর', অভিযোগ দিলীপের

গার্ডেনরিচকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কাউন্সিলরকে আড়াল করে দায় এড়ানোর চেষ্টায় মেয়র। এব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,সবাই তো আড়াল করার চেষ্টা করছে। কাউন্সিলার ডাকাতিকে কেসে আগে জেল খেটেছে। এমন মহান লোকেদের তৃণমূল টিকিট দিয়ে কাউন্সিলর করেছে। এমন ডাকাত লোক কি করে কাউন্সিলর হতে পারে? এদের গায়ে কে হাত দেবে? শাহজাহান এর ক্ষেত্রে আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি। এখন তার ফল ভোগ করতে হচ্ছে সকলকে।

Advertisement
POST A COMMENT