Advertisement

Dilip Ghosh: অভিষেক প্রশংসা করেছেন, শুনে মুচকি হেসে দিলীপ বললেন...

নির্বাচন অবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশংসা। এদিন এক সংবাদ মাধ্যমকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘উনি ভাল সংগঠক’। আর আজ সকালে এই প্রসঙ্গেই দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হলে মুচকি হাসি দেখা যায় তাঁর মুখে। তিনি বলেন, “যে যার দৃষ্টিতে যেভাবে দেখেন। আমি সংগঠনই করেছি। সেটা ওনার উপলব্ধি, উনি বলেছেন।” পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারী প্রসঙ্গে তিনি বলেন, “আন্না হাজারের মতো সৎ, সরল ব্যক্তিকে ওরা বোকা বানিয়ে ক্ষমতায় এসেছে। যারা একসময় নিজেদের কট্টর সত্যবাদী বলেছে, তারাই এখন কট্টর বেইমান বলে প্রমাণিত হচ্ছে। দেশের গণতন্ত্রকে বিকৃত করেছে, রাজনীতিকে বিকৃত করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে।”

Advertisement
POST A COMMENT