scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: 'সিদ্ধান্ত ভুল ছিল, প্রমাণিত,' মেদিনীপুর আসন না পেয়ে দলকেই দুষলেন দিলীপ

Dilip Ghosh: 'সিদ্ধান্ত ভুল ছিল, প্রমাণিত,' মেদিনীপুর আসন না পেয়ে দলকেই দুষলেন দিলীপ

বাংলায় নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে এবার সরব দিলীপ ঘোষ। এদিন সকালে সাংবাদিকদের তিনি জানান, ভোট এলেই রাজ্যে এই জিনিস হয়, যারা বিজেপি করেন, তারা এটা জেনেই বিজেপি করে। প্রায় দশ বছর ধরে এটাই চলে আসছে। তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে আজ থেকে আমি সব জেলায় যাব, কর্মীদের সঙ্গে কথা বলব। এটা আমি আগেও করেছি, এখনও করব।” তাঁর আরও সংযোজন, “আমাকে মেদিনীপুর থেকে ওরা ফোন করেছিল। ওদের মন খারাপ, ভেবেছিল আমি থাকলে ওরা জিতে যেত। আমি যাব ওখানে, বর্ধমানেও যাব। পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকব। আমি নিজে মেদিনীপুরে বুথ লেভেল পর্যন্ত সংগঠন তৈরি করেছিলাম গতবার। মানুষ খুশি ছিল। সব দলের লোক আমার পক্ষে ছিল। যে কোনও কারণে হোক পার্টি ওখানে আমাকে দেয়নি। সেই সিদ্ধান্ত যে ভুল এটা প্রমাণ হয়ে গেল।”

Advertisement