Advertisement

Hiranmoy Chatterjee: 'ওরে বাবা চাগাতে গিয়ে দেখি...', প্রচারে কেশপুরে ধানের বাঁক কাঁধে নেওয়ার চেষ্টা হিরণের

কোতায় গ্রামে কৃষকের কাছ থেকে কাঁধে ধানের বাঁক নেওয়ার চেষ্টা করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কিন্তু নিতে গিয়ে ব্যর্থ হলেন। কৃষককে জিজ্ঞাসা করলেন এত ভারী বাঁক কিভাবে আপনারা বয়ে নিয়ে যান। ভোট প্রচারে কেশপুরে যান বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন সত্যিই চাষীদের কত কষ্ট! আমি তো ভেবেছিলাম খুব হালকা হবে হয়তো। কিন্তু এখনো আমার কাঁধে ব্যথা রয়েছে।

Advertisement
POST A COMMENT