Advertisement

Mamata Banerjee on Nisith Pramanik: 'দিল্লি যান না হলে নিশীথের বাড়ি', কোচবিহারে প্রশাসনকে হুঁশিয়ারি মমতার

কোচবিহারে সভায় প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, 'প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়, চাকরি যাবে। ইলেকশন কমিশন সরিয়ে দেবে, দু'মাস বাদে কী করবেন, তার থেকে এখনই দিল্লি চলে যান না, কে বারণ করেছে, নয় দিল্লি যান, আর তা না হলে নিশীথের বাড়ি চলে যান। তাহলে আর আপনাদের আইনশৃঙ্খলা সামলাতে হবে না।'

Advertisement
POST A COMMENT