Advertisement

Dilip Ghosh: “যার তার মেয়ে হওয়া ভাল নয়, বাপ তো ঠিক করুন”, ফের পুরনো ফর্মে দিলীপ

প্রচারের ময়দানে পা দিয়েই পুরনো ফর্মে দিলীপ। ফের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর, আজ মঙ্গলবার প্রাতভ্রমণে বেরিয়ে সিটি সেন্টার এলাকায় নিজের প্রচার সারেন তিনি। মেন গেট এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সম্পর্কে তিনি বলেন, “কীর্তি আজাদ কিছুই জানেন না। যে দিদির হাত ধরে তিনি এসেছেন তাঁর পা-ই টলছে এখন, তাঁর বাড়ির লোক তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না।” পাশাপাশি তিনি বলেন, “বাংলা এখন ভাইপোকে চায়। দিদি গোয়ায় গিয়ে বলছেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলছেন ত্রিপুরার মেয়ে, আমি বলছি বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ভাল নয়।”

Advertisement
POST A COMMENT