Advertisement

Dilip Ghosh: 'ওনার গড় কোথায়... হুড়কো ভেঙে ঢুকে যাবে লোকে', কটাক্ষ দিলীপের

আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তাঁকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমার গড় থেকে চলে এসেছেন। এবার গড়ে গড়ে ঘুরছেন। ওনার নিজের গড় কোথায়? মুখ্যমন্ত্রীর কষ্ট আমরা বুঝি। আর কোনও নেতা নেই যাকে মানুষ বিশ্বাস করবে। ওনার চেহারাটা এখনও একটু পরিষ্কার আছে। সেটা দেখিয়ে ভোট টানার চেষ্টা করছেন।' মুর্শিদাবাদের জলঙ্গিতে বুধবার রোড-শো ছিল অভিষেকের। সেই রোড-শো শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'ঠিক সময় দরজা খুলব। বিজেপি তুলে দেব।' পাল্টা দিলীপ বলেন, 'বাড়ি থাকলে তো দরজা খুলবি? বাড়ি ঘর দরজা সব খুলে খুলে যাচ্ছে। কবে আর খুলবে তুমি? হুড়কো ভেঙে ঢুকে যাচ্ছে। আবার দরজা খুলবে।'

Advertisement
POST A COMMENT