Advertisement

Hiranmoy Chatterjee: ব্যাগ হাতে বাজার করলেন, ঘাটালে জনসংযোগ বিজেপি প্রার্থী হিরণের

বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। সেই হিরণ চট্টোপাধ্যায়কে দেখা গেল ব্যাগ হাতে বাজারে। ঘাটালে জনসংযোগ করতে দেখা গেল বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। বাজারে গিয়ে শাক কিনলেন, মাটিতে বসে সবজি বাছতেও দেখা যায় তাঁকে। এরপরই তিনি মাছের বাজারে গিয়ে মাছ কিনলেন তিনি।

Advertisement
POST A COMMENT